দুই বছরও ক্ষমতায় টিকবে না বিএনপি, হুঁশিয়ারি শরীফ ওসমানের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ২০:০৪:৪৮
দুই বছরও ক্ষমতায় টিকবে না বিএনপি, হুঁশিয়ারি শরীফ ওসমানের

বিএনপি যদি অতীতের পুরোনো রাজনৈতিক কৌশল আঁকড়ে ধরে রাখে, তাহলে তারা ক্ষমতায় এলেও দুই বছরের বেশি টিকে থাকতে পারবে না—এমন হুশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সে ঘটনায় রাষ্ট্রযন্ত্রের ‘নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার’ প্রতিবাদে।

শরীফ ওসমান বলেন, রাজনীতিতে যদি পুরোনো পন্থা আঁকড়ে ধরা হয়, তাহলে বাস্তবতা বদলানো সম্ভব নয়। তিনি আরও বলেন, আগে বলেছিলাম, বিএনপি পুরোনো ধারা ধরে ক্ষমতায় এলে তিন বছরও টিকবে না। এখন দেখছি, দুই বছরও পারবে না। তার ভাষায়, বিএনপি যদি তিনশ আসনে জিতেও সরকার গঠন করে, তবুও তারা মাঠের বাস্তবতায় ধাক্কা খাবে। কারণ, বর্তমান জনগণ আগের মতো আর সহনশীল নয়—তারা নিপীড়নের জবাব দিতে শিখেছে।

তিনি বলেন, আজকের মানুষ আর আগের মানুষ নয়। যারা এতদিন নিপীড়িত ছিল, তারাই এখন প্রতিরোধ গড়ে তুলছে। আপনি যদি একজন নেত্রী বা নেতা হিসেবে অপমানজনক বক্তব্য দেন, মানুষ এখন দ্বিগুণ কটাক্ষ করতেও পিছপা হয় না। এমনকি যদি সংসদে বসেও জনস্বার্থবিরোধী আইন করা হয়, জনগণ সেই সংসদ পর্যন্ত গিয়ে জবাব দিতেও প্রস্তুত।

বিএনপিকে উদ্দেশ করে শরীফ ওসমান বিন হাদী বলেন, যদি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে আপনাদের রাজনীতির ধরণ আমূল পাল্টাতে হবে। এটা ১৯৯০-এর দশকের বাংলাদেশ নয়। তিনি বলেন, সময় এসেছে নতুন করে শুরু করার, এবং এই সময় হতে পারে ‘জুলাইয়ের রাজনীতি’র সূচনালগ্ন। এজন্য মাঠে নামতে হবে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সংবিধান’ নিয়ে—নতুন চিন্তা, নতুন প্রস্তাব, নতুন নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে।

তার মতে, মুসলিম লীগের মতো ভুল করলে বিএনপিকেও ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে হবে। কেউ মুসলিম লীগকে হত্যা করেনি, বরং তাদের রাজনৈতিক অব্যবস্থা ও জনবিচ্ছিন্নতাই তাদের বিলুপ্তির কারণ। ঠিক সেই পথেই হেঁটে চলেছে বিএনপি—যদি এখনই নিজেদের ভুল না শোধরায়। এমনকি আওয়ামী লীগ, যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তারাও এখন জনগণের আস্থা হারিয়ে দিশেহারা। তিনি বলেন, এটি প্রমাণ করে যে ইতিহাস কাউকেই ক্ষমা করে না—কাজেই রাজনীতিতে টিকে থাকতে চাইলে নতুন করে ভাবতে হবে।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ইনকিলাব মঞ্চ মূলত বাংলাদেশের বিরাজমান রাজনীতি, জনগণের প্রতিক্রিয়া ও রাজনৈতিক দলগুলোর জনবিচ্ছিন্নতা নিয়ে নতুন এক আলোচনার দরজা খুলে দিয়েছে। এখন দেখার বিষয়—এই বক্তব্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশলে কোনো পরিবর্তন আনে কি না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ