পুলিশ প্রশাসন নিয়ে হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১৪:২১:৩৬
পুলিশ প্রশাসন নিয়ে হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা

অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হলে পুলিশের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, পুলিশকে আর রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়; বরং তাদের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকাই দেশে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পোস্টিং ও প্রমোশনের মুলা ঝুলিয়ে আর কতকাল পুলিশকে রাজনৈতিক দমন-পীড়নে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে? অপরাধ দমনে পুলিশকে অবশ্যই রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “অবিলম্বে পুলিশ কমিশন বাস্তবায়নের দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক নয়, পেশাদার নীতির ভিত্তিতে পরিচালিত না করলে জনগণের আস্থা ফিরিয়ে আনা যাবে না।”

হাসনাত আবদুল্লাহর এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন সম্প্রতি প্রকাশ্যে বেশ কয়েকটি ভয়াবহ হত্যাকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশেষ করে দলীয় স্বার্থে পুলিশের ব্যবহার, বিরোধী দল দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ বারবারই সামনে এসেছে।

সুশাসনের প্রশ্নে বারবার আলোচনায় আসা "পুলিশ কমিশন" গঠনের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ থেকে উঠে আসছে। পুলিশের অভ্যন্তরীণ জবাবদিহিতা, সেবা নিশ্চিতকরণ ও স্বাধীন তদন্ত প্রক্রিয়া গড়ে তুলতেই এই কমিশনের প্রয়োজনীয়তা দেখছেন বিশ্লেষকরা। কিন্তু দীর্ঘ সময়েও তা আলোর মুখ দেখেনি।

হাসনাতের বক্তব্যে স্পষ্ট, এনসিপি রাজনৈতিকভাবে পুলিশের প্রতিষ্ঠানিক সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি রূপরেখা উপস্থাপন করতে চায়। তিনি মনে করেন, দলীয় স্বার্থে প্রশাসন ব্যবহারের এই সংস্কৃতি যদি বন্ধ না হয়, তবে অপরাধ দমন নয় বরং রাষ্ট্রীয় দমন-পীড়নই বাড়তে থাকবে।

এই প্রেক্ষাপটে পুলিশ প্রশাসনের পেশাদারিত্ব পুনরুদ্ধার, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং একটি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের দাবি নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক দলগুলোর এ ধরনের দাবিকে ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ