‘আওয়ামী লীগ হওয়ার স্বপ্ন বিএনপির’—চট্টগ্রামে ছাত্র আন্দোলনের কড়া ভাষা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১২:১২:২১
‘আওয়ামী লীগ হওয়ার স্বপ্ন বিএনপির’—চট্টগ্রামে ছাত্র আন্দোলনের কড়া ভাষা

চট্টগ্রামে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও খুনোখুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জামাল খান, চেরাগী পাহাড় মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে ফের হত্যা ও চাঁদাবাজির রাজনীতি ফিরে আসছে, যা সাধারণ মানুষকে নতুন করে আতঙ্কিত করে তুলেছে। রাজধানী ঢাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া প্রসঙ্গে তারা বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রতীয়মান হচ্ছে।

বক্তব্যে সংগঠনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন, জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ বাংলাদেশ গড়ে উঠবে—যেখানে মানুষ নির্ভয়ে জীবনযাপন করবে। কিন্তু দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের দুঃশাসনের চেহারা যেভাবে আমরা অতীতে দেখেছি, এখন আরেকটি দল সেই পথেই হাঁটতে চাইছে। বিএনপির অঙ্গসংগঠনের নামে আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি আরও বলেন, কেউ যদি ভেবে থাকেন গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ কায়েম করবেন, তাহলে তারা ভুল করছেন। এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে। জনগণ কাউকে আবারও একটি চাঁদাবাজি নির্ভর শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে দেবে না।

তৌসিফ ইমরুল বলেন, আমরা জুলাইয়ে বুক দিয়ে প্রতিরোধ করেছি, এখনো করব। যারা মনে করছেন আওয়ামী লীগের পতনের পর তারা সেই জায়গা দখল করতে পারবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এ দেশের জনগণ আর কোনো অন্যায় সহ্য করবে না। যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের রাজনীতি লাশের ওপর দাঁড়িয়ে, তাদের স্থান বাংলার মাটিতে হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া আরও নেতারা বলেন, হত্যা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কেউ রাজনীতি করতে চাইলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মানুষ আর বিভ্রান্ত নয়, তারা ঠিক চিনে ফেলেছে কারা গণতন্ত্রের মুখোশ পরে চাঁদাবাজির সংস্কৃতি চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ