‘আওয়ামী লীগ হওয়ার স্বপ্ন বিএনপির’—চট্টগ্রামে ছাত্র আন্দোলনের কড়া ভাষা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১২:১২:২১
‘আওয়ামী লীগ হওয়ার স্বপ্ন বিএনপির’—চট্টগ্রামে ছাত্র আন্দোলনের কড়া ভাষা

চট্টগ্রামে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও খুনোখুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জামাল খান, চেরাগী পাহাড় মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে ফের হত্যা ও চাঁদাবাজির রাজনীতি ফিরে আসছে, যা সাধারণ মানুষকে নতুন করে আতঙ্কিত করে তুলেছে। রাজধানী ঢাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া প্রসঙ্গে তারা বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রতীয়মান হচ্ছে।

বক্তব্যে সংগঠনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন, জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ বাংলাদেশ গড়ে উঠবে—যেখানে মানুষ নির্ভয়ে জীবনযাপন করবে। কিন্তু দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের দুঃশাসনের চেহারা যেভাবে আমরা অতীতে দেখেছি, এখন আরেকটি দল সেই পথেই হাঁটতে চাইছে। বিএনপির অঙ্গসংগঠনের নামে আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি আরও বলেন, কেউ যদি ভেবে থাকেন গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ কায়েম করবেন, তাহলে তারা ভুল করছেন। এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে। জনগণ কাউকে আবারও একটি চাঁদাবাজি নির্ভর শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে দেবে না।

তৌসিফ ইমরুল বলেন, আমরা জুলাইয়ে বুক দিয়ে প্রতিরোধ করেছি, এখনো করব। যারা মনে করছেন আওয়ামী লীগের পতনের পর তারা সেই জায়গা দখল করতে পারবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এ দেশের জনগণ আর কোনো অন্যায় সহ্য করবে না। যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের রাজনীতি লাশের ওপর দাঁড়িয়ে, তাদের স্থান বাংলার মাটিতে হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া আরও নেতারা বলেন, হত্যা, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কেউ রাজনীতি করতে চাইলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মানুষ আর বিভ্রান্ত নয়, তারা ঠিক চিনে ফেলেছে কারা গণতন্ত্রের মুখোশ পরে চাঁদাবাজির সংস্কৃতি চালিয়ে যাচ্ছে।

Holiday Village

নাহিদ ইসলামের তীব্র সমালোচনা: পিআর নিয়ে জামায়াতকে একহাত নিলেন এনসিপি নেতা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৯ ১৭:৩৫:২৮
নাহিদ ইসলামের তীব্র সমালোচনা: পিআর নিয়ে জামায়াতকে একহাত নিলেন এনসিপি নেতা
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তিনি বলেছেন, তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা। রোববার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ষড়যন্ত্র ও জিম্মি করার অভিযোগ

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি একটি সাংবিধানিক নিরাপত্তা হিসেবে উপস্থাপিত হয়েছিল। এর আশেপাশে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য ছিল।

তবে তিনি অভিযোগ করেন:

“জামায়াত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে জিম্মি করে এটিকে কেবল একটি কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করে। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটিকে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার নয়, বরং এটি ছিল কৌশলগত প্রভাব বিস্তার।”

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের আগে অথবা পরে কখনোই সংস্কার সংলাপে অংশগ্রহণ করেনি জামায়াত। তিনি মনে করেন, সংস্কার কমিশনের মধ্যে তাদের সমর্থন ছিল বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির ফল নয়, বরং রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপ।

ভবিষ্যৎ ও হুঁশিয়ারি

নাহিদ ইসলাম তার পোস্টে হুঁশিয়ারি দেন, বাংলাদেশের মানুষ এখন স্পষ্টভাবে এই প্রতারণাকে বুঝতে পেরেছে।

“সর্বশক্তিমান আল্লাহ ও এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের ওপর শাসন করতে দেবেন না।”


জুলাই সনদের ৫ দফা দাবিতে জামায়াতসহ সমমনা দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৯ ১৬:১৬:০৩
জুলাই সনদের ৫ দফা দাবিতে জামায়াতসহ সমমনা দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো ৫ দফা দাবির বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ও ৫ দফা দাবি

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে:

২০ অক্টোবর (সোমবার): রাজধানীতে

২৫ অক্টোবর (শনিবার): বিভাগীয় শহরগুলোতে

২৭ অক্টোবর (সোমবার): জেলা শহরগুলোতে

৫ দফা দাবিসমূহ:

১. গণভোট ও আদেশ: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।

২. পিআর পদ্ধতি: আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে / উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

৩. লেভেল প্লেয়িং ফিল্ড: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. বিচার: ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. নিষিদ্ধকরণ: স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিতি

সংবাদ সম্মেলনে সমমনা রাজনৈতিক দলসমূহের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


ইসি জঙ্গলীয় কায়দায় চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৯ ১৪:৫১:৪৫
ইসি জঙ্গলীয় কায়দায় চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) ‘জঙ্গলীয় কায়দায়’ চলছে। তিনি বলেন, “গণতান্ত্রিক যাত্রায় কোনো পরিবার কিংবা ধর্মীয় উপাসনালয়ের কাছে নির্বাচন কমিশনকে বর্গা দিতে চাই না। নির্বাচন কমিশন সর্বজনীন।”

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাপলা প্রতীক ও স্বৈরাচারী আচরণ

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক না দিতে পারার ব্যাপারে কমিশনকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। তিনি অভিযোগ করেন, ইসি শাপলাকে রাষ্ট্রীয় প্রতীক বলেছে, এমন বক্তব্য দিয়ে রাজনীতিতে অস্থিরতা তৈরি করেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন:

“জুলাই সনদ নামে যে নাটক হয়েছে সংসদে, তারা এখন ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা আসেনি নির্বাচন কমিশনে। চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদ এনসিপি মানবে না।”

তিনি বলেন, নির্বাচন কমিশনাররা যেখান থেকে আসছেন, তারা তাদের পারপাস সার্ভ করছেন। অদৃশ্য শক্তি থেকে মুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ ও সাদৃশ্য

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই।” তিনি মনে করেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে একটি ‘ইনস্টিটিউশনাল অটোক্রেসি’ (স্বৈরশাসন) তৈরি হচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসির প্রতীক তালিকায় ‘কোন নীতিমালার ভিত্তিতে’ মার্কাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কেন শাপলাকে বাদ দেওয়া হচ্ছে—এসবের স্পষ্ট নীতিমালা নেই। তিনি বলেন:

“নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা মধ্যযুগীয় রাজা-বাদশাদের আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য দেখছি। নির্বাচন কমিশন একটি স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে।”

তিনি বলেন, এনসিপির মার্কার ক্ষেত্রে তাদের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া উচিত ছিল, যা গণবিদ্বেষী না হয়।


‘বক্তব্য কাট করে বিকৃত করা হয়েছে’: জুলাই যোদ্ধা নিয়ে সালাহউদ্দিন আহমদের ব্যাখ্যা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৯ ১৪:৪৩:৪৯
‘বক্তব্য কাট করে বিকৃত করা হয়েছে’: জুলাই যোদ্ধা নিয়ে সালাহউদ্দিন আহমদের ব্যাখ্যা
ছবিঃ সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে দেওয়া বক্তব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আংশিক কাট করে প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার আহ্বানের প্রেক্ষিতে রোবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি স্পষ্ট করেন।

ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত

সালাহউদ্দিন আহমদ বলেন, “গতকাল শনিবার একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনে তার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তিনি এটাকে স্বাগত জানান। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গেই তারা কথাগুলো বলেছে।”

তবে তিনি বলেন, তিনি মনে করছেন বিষয়টি পরিষ্কার করা দরকার।

বক্তব্যের মূল উদ্দেশ্য

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তিনি বলেছিলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা হলো ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’।

সালাহউদ্দিন আহমদ বলেন:

“এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তি সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি।”

তিনি মনে করেন না তার বক্তব্য বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্য কাট করে এনসিপি কথা বলেছে বলে তার ধারণা।

জুলাই অভ্যুত্থান ১৬ বছরের সংগ্রামের ফসল

বিএনপির এই নেতা বলেন, তাদের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত বিএনপির ৪২২ জন নিহত হয়েছেন। তিনি বলেন, শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম-আত্মত্যাগের মধ্য দিয়ে রক্তের সোপান তৈরি হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মাত্র ৩৬ দিনের আন্দোলনে একটা ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে বলে যদি মনে করা হয়, তবে তা সঠিক নয়। এটা হচ্ছে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেই তার মনে হয়।”


এনসিপি’র হুঁশিয়ারি: নির্বাচন কমিশন ‘স্বৈরাচারী কায়দায়’ চলছে

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৯ ১৪:৩৭:৪৭
এনসিপি’র হুঁশিয়ারি: নির্বাচন কমিশন ‘স্বৈরাচারী কায়দায়’ চলছে
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে এখনও আশাবাদী। রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

ইসি’র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

এনসিপি নেতারা নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন:

হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচন কমিশন আগের মতোই বর্বর স্বৈরাচারী কায়দায় চলছে। বর্তমান কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয়। নির্বাচন কমিশন অন্য কারো রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। জনগণের প্রতীক শাপলা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা এখনো আশাবাদী শাপলা প্রতীক এনসিপিই পাবে।”

পরিবারকরণ: পাটওয়ারী হুঁশিয়ারি দেন, “নির্বাচন কমিশনকে পারিবারিকভাবে কারো কাছে বর্গা দেওয়া যাবে না। এটা জনগণের সম্পদ।”

নির্বাচন ও সনদের অবস্থান

আজকের বৈঠক শেষেও এনসিপি তাদের অবস্থানে অনড়। এনসিপিকে প্রতীক বাছাইয়ে সময় বেঁধে দিয়েছিল ইসি। এনসিপি বলেছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

জাতীয় নিরাপত্তা: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সংশয় ব্যক্ত করে পাটওয়ারী বলেন, জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

জুলাই সনদ: এনসিপি জুলাই সনদ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতে চায়।

এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।


সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো জননিরাপত্তার জন্য বড় হুমকি: তারেক রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ২১:১০:৩০
সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো জননিরাপত্তার জন্য বড় হুমকি: তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি কয়েকটি জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সাম্প্রতিক অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ

তারেক রহমান তার পোস্টে লেখেন, “ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি, সবাই নিরাপদে আছেন।”

তিনি সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বলেন:

“এ ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অপরিহার্য।”

ফায়ার সার্ভিস ও অন্যদের প্রশংসা

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যদের প্রশংসা করেন। তিনি তাদের জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে দ্রুত এবং সাহসের সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানান।

সাম্প্রতিক অগ্নিকাণ্ড:

বিমানবন্দর: শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে, যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম ইপিজেড: বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে, যা টানা ১৭ ঘণ্টা জ্বলার পর নিয়ন্ত্রণে আসে।

মিরপুর: গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন লাগে, যাতে ১৬ জন প্রাণ হারান। টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলেও আগুন লাগে।


রক্ত দেওয়ার সময় আমরা, ক্ষমতার সময় অন্যেরা: হাসনাত আবদুল্লাহ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৭:২৩:৫৩
রক্ত দেওয়ার সময় আমরা, ক্ষমতার সময় অন্যেরা: হাসনাত আবদুল্লাহ
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আক্ষেপ প্রকাশ করে বলেছেন, “রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি। কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজেই পাওয়া যায় না।” শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ছবিতে দুই বিপরীত দৃশ্য

হাসনাত আবদুল্লাহ একটি কোলাজ ছবি সংযুক্ত করে এই আক্ষেপ প্রকাশ করেন।

প্রথম ছবি: আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফিরলে ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা (নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ ও উমামা ফাতেমাসহ)।

দ্বিতীয় ছবি: গতকাল (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে।

এই ছবি দুটি পাশাপাশি যুক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন:

“এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো—এই ছবিতে যা দেখা যাচ্ছে। রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজেই পাওয়া যায় না।”

উল্লেখ্য, জুলাই সনদ স্বাক্ষর হলেও জুলাই আন্দোলনের মুখ্য শক্তি এনসিপি অনুষ্ঠানে যোগ দেয়নি এবং সনদে স্বাক্ষর করেনি।


জুলাই সনদ সইয়ের মতো অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৬:৫০:৪১
জুলাই সনদ সইয়ের মতো অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই: মির্জা ফখরুল
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।” তিনি মনে করেন, গণতন্ত্রের জন্য নির্বাচন এবং জুলাই সনদ উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

সংগঠন, জঞ্জাল ও সংসদ

মির্জা ফখরুল ট্রেড ইউনিয়নগুলোর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতার সমালোচনা করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যা তিনি ভালো মনে করেন না। তার মতে, শ্রমিকদের জন্য মৌলিক কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত।

জুলাই সনদ: ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, এটি অবশ্যই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করতে কাজ করবে।

রাজনৈতিক জঞ্জাল: পুলিশ এবং ছাত্রদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে, সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।”

গণতন্ত্রের ভিত্তি: তিনি গণতন্ত্রের স্বার্থে সব কাজ সংসদকে কেন্দ্র করে করার গুরুত্ব তুলে ধরে বলেন, সবকিছু সংসদকে কেন্দ্র করে করতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না।

নির্বাচন ও এনসিপি

আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, “আগামী নির্বাচন নির্ধারণ করবে আমরা কি আসলেই উদারপন্থি গণতন্ত্র পাব কি না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা।”

এদিকে ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলেই আমি মনে করি। আমার ধারণা তারা বুঝবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং স্বাক্ষর করবেন।”


‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী ফ্যাসিস্ট বলার তীব্র নিন্দা এনসিপি’র

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৪:০৩:৩২
‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী ফ্যাসিস্ট বলার তীব্র নিন্দা এনসিপি’র
ছবিঃ সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় সংসদ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’ বলার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান।

ব্যক্তিগত অভিজ্ঞতা ও ক্ষোভ

এনসিপি নেতা নাহিদ ইসলাম সালাহউদ্দিন আহমদকে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

নাহিদ বলেন:

“জুলাই অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী—যার হাত কাটা গিয়েছিল, তাকে যখন ফ্যাসিষ্টের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়—তাদের যেকোনো দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।”

তিনি মন্তব্য করেন, হয়তো ভুলবশত বা তথ্য না থাকার কারণে সালাহউদ্দিন আহমদ এমনটা বলেছেন। বক্তব্যের শেষে নাহিদ, সালাহউদ্দিন আহমদকে তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত: