বাংলাদেশ‑কলকাতা সংযোগ

দুর্গাপূজায় টলিউডে নওশাবা: ‘যত কাণ্ড কলকাতাতেই’ অবশেষে প্রেক্ষাগৃহে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১১:৪৩:০৮
দুর্গাপূজায় টলিউডে নওশাবা: ‘যত কাণ্ড কলকাতাতেই’ অবশেষে প্রেক্ষাগৃহে

দুই বছর আগে চিত্রধারণ শেষ হলেও অবশেষে এ‑বছর দুর্গাপূজায় টলিউডে অভিষেক হচ্ছে কাজী নওশাবা আহমেদের। অনিক দত্ত পরিচালিত “যত কাণ্ড কলকাতাতেই”—যার ইংরেজি নাম ‘দ্য ক্যালকাটা কেস’—২০২২ সালে সম্পূর্ণ হয়, ২০২৪‑এ মুক্তির কথা ছিল, কিন্তু নানা জটিলতায় থিয়েটারচিত্রের যাত্রা থমকায়। অবশেষে গতকাল প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন মনোমোহা মোশন‑পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নতুন মুক্তির দিনক্ষণ নিশ্চিত করেছে।

গল্পের কেন্দ্রে ক্লাসিক গোয়েন্দা চরিত্র ফেলুদার প্রতি শ্রদ্ধা নিবেদন—তবে সরাসরি গোয়েন্দা কাহিনি নয়, বরং ক্লু‑পিরিত, ধাঁধা ও বুদ্ধিবৃত্তিক রহস্যের বুননে এগোয় চিত্রনাট্য। ফেলুদা‑খ্যাতি প্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এখানে প্রধান ভূমিকায়, আর নওশাবা অভিনয় করেছেন বাংলাদেশি এক তরুণীর চরিত্রে, যিনি শিকড়ের টানে কলকাতায় এসে অদ্ভুত এক রহস্যে জড়িয়ে পড়েন।

নিজের চরিত্র সম্পর্কে নওশাবা বলেন, “আমার চরিত্র আর আবীরদার চরিত্র—দুজনই ফেলুদার ভক্ত। সেই ভক্তিই আমাদের মিলিয়ে দেয়। ছবি গোয়েন্দা গল্প না হলেও সারা সময় ফেলুদাকে স্মরণ করে, সত্যজিৎ রায়কে সম্মান জানায়।”

কাস্টিংয়ে যোগদানের গল্পটা যেন স্বপ্নের মতোই। “একদিন হঠাৎ অনিকদা থেকে মেসেজ পেলাম,” স্মৃতিচারণ করেন নওশাবা। “অডিশনের পর দলে যুক্ত হলাম, ২০২৩‑এর সেপ্টেম্বর থেকে শুটিং করি। শেষ পর্যন্ত দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাচ্ছে—খুশির শেষ নেই।”

ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে এই ছবির সঙ্গে। “আমার বাবা—যিনি ফেলুদার বড় ভক্ত ছিলেন—সবসময় চাইতেন আমি অর্থবহ কাজ করি। ছবিতে এত ফেলুদা‑রেফারেন্স দেখে মনে হচ্ছে, তিনি যেখানেই থাকুন, গর্বিত হবেন,” বলেন নওশাবা। পরিবারের সবাইও উচ্ছ্বসিত, কারণ বহুদিন পর তিনি “বিশেষ” কোনও প্রজেক্টে আছেন।

সব ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় থাকার ইচ্ছা পোষণ করেছেন। এর মধ্যে সদ্য প্রকাশিত ওটিটি সিরিজ “কানাগোলি”‑তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাঁকে; আহমেদ জিহাদ পরিচালিত সিরিজটিতে শ্যামল মাওলা, আইশা খান, আবু হুরায়রা তানভীর ও লুৎফর রহমান জর্জও অভিনয় করেছেন।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ