রাজনীতি ও জীবিকা: কঙ্গনা রানাউতের অভিজ্ঞতার কাব্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১১:৪২:৪৬
রাজনীতি ও জীবিকা: কঙ্গনা রানাউতের অভিজ্ঞতার কাব্য

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমানে সংসদ সদস্য কঙ্গনা রানাউত আবারও রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার সজাগ ও সরল মন্তব্যের কারণে। মাণ্ডি কেন্দ্র থেকে নির্বাচিত এই অভিনেত্রী সংসদ সদস্য হিসেবে মাত্র এক বছরের মধ্যে রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে নিজের মতামত দিয়েছেন, যা অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রাজনীতিকে ‘দামি শখ’ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনীতিবিদদের জন্য এটি কোনো পেশা নয়, বরং জীবন চালানোর জন্য অন্য কোনো কাজ করতে হয়। তার ভাষায়, ‘যদি আপনি রাজনীতিতে সৎ হন, তাহলে অবশ্যই অন্য কোনো চাকরির প্রয়োজন হবে, কারণ সংসদ সদস্য হিসেবে যে বেতন দেওয়া হয়, তাতে জীবিকা চালানো কঠিন।’

কঙ্গনা রানাউত আরও জানান, সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতনের তুলনায় তার বাড়ির সহকারীদের বেতন দেওয়ার পর হাতে খুব কম টাকা থাকে, যা দিয়ে রাজনীতির কাজ চালানো কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘সরকারি চাকরির বেতন সংসদ সদস্যদের জীবনধারার জন্য যথেষ্ট নয়। সংসদ সদস্য হিসেবে কাজ করার পাশাপাশি আপনাকে অন্য কোনো পেশায় যুক্ত থাকতে হবে, যেমন অনেক সংসদ সদস্য আইনজীবি কিংবা ব্যবসায়ী।’ তিনি এমনকি সরকারি ভ্রমণ ও স্থানীয় সফরের খরচের কথাও উল্লেখ করেন, যেখানে প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখতেও প্রচুর খরচ হয়।

কঙ্গনার এই মতামত নতুন নয়, এর আগেও এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, রাজনীতি তার জন্য একেবারে ভিন্ন ধরনের কাজ, যা মূলত সমাজসেবার জন্য। তবে তিনি নিজে কখনোই রাজনীতি উপভোগ করেননি এবং মানুষের সেবা করার মনোভাব তার ছিল না। তাঁর এই উক্তি অনেকেই এই প্রেক্ষিতে দেখছেন যে, মাত্র এক বছরেই তার রাজনীতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলেছে, যা তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনকে আরও চমকপ্রদ করে তুলেছে।

কঙ্গনা রানাউতের এই সরল ও বাস্তববাদী মন্তব্য অনেকেই রাজনীতির পেছনের কঠিন বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। তার ভাষ্য থেকেই বোঝা যায়, রাজনৈতিক জীবনের সঙ্গে জীবিকা নির্বাহের বিষয়টি কতটা জটিল এবং এর জন্য রাজনীতিবিদদের একাধিক দায়িত্ব পালন করতে হয়। একই সঙ্গে, অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা ও সাংসদ হিসেবে কাজের পার্থক্য এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ