সরকারি প্রকল্পের উদ্বোধনে বিএনপি নেতার নাম, বিতর্কে বাড্ডা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ০৯:১২:১৮
সরকারি প্রকল্পের উদ্বোধনে বিএনপি নেতার নাম, বিতর্কে বাড্ডা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বাড্ডা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলে একটি সড়ক সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সড়কটি ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোনীত করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এবং ঢাকা-১১ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. এম এ কাইয়ুমকে।

উক্ত আয়োজনকে ঘিরে এলাকায় ব্যানার টানানো হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—সরকারি উদ্যোগে বাস্তবায়িত একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কীভাবে একজন দলীয় নেতার মাধ্যমে হতে পারে?

জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়। এটি শেখ হাসিনা সরকারের সময়কালে শুরু হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এর অসমাপ্ত কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই সড়কটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে।

তবে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এলাকাবাসীর ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানের ব্যানারে ড. এম এ কাইয়ুমকে প্রধান অতিথি হিসেবে উল্লেখ করা হয়। এতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই একে “ক্রেডিট নেওয়ার রাজনীতি” বলে সমালোচনা করেন।

ঢাকা-১১ আসনের জামায়াতপন্থী সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান তার ফেসবুক পেজে ড. কাইয়ুমের ছবি সংবলিত ব্যানার শেয়ার করে লেখেন, “আবারও ক্রেডিটের রাজনীতির শুভসূচনা। ক্ষমতা পাওয়ার আগেই ক্ষমতা দেখানোর রাজনীতি চলছে।”

এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ বলেন, “এখানে করপোরেশনের কোনো আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন নেই। স্থানীয় রাজনীতিবিদ ও এলাকাবাসী নিজেদের মতো করে কিছু আয়োজন করেছেন, যার সঙ্গে ডিএনসিসির কোনো সম্পৃক্ততা নেই।”

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে বিএনপি নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “এই সড়কটি আগের সরকারের সময় নির্মাণ হয়েছে, আমি কোনো উদ্বোধন করছি না। আমাকে বিতর্কিত করার জন্য কে বা কারা ব্যানার টানিয়েছে, আমি জানি না। জানার পরই ব্যানার নামানোর নির্দেশ দিয়েছি এবং তা নামানো হয়েছে।”

এলাকাবাসীর অনেকে বলছেন, উন্নয়নকাজ নিয়ে দলীয় প্রচার বা রাজনৈতিক ব্যবহার অপ্রত্যাশিত। তারা মনে করেন, সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কেউ এই ধরনের সরকারি প্রকল্পের উদ্বোধনের দাবি করতে পারেন না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ