মিটফোর্ড হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ০৮:৫৬:৩২
মিটফোর্ড হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গভীর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় মিটফোর্ডের নির্মম ঘটনা জেনে আমি বাকরুদ্ধ।”

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “এ কোন যুগ, কোন সমাজ! একজন সাধারণ ব্যবসায়ীকে শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে এতটা নির্মমভাবে হত্যা করা হলো—এ ঘটনা ভাষাহীন করে দেয়।”

শফিকুর রহমান আরও লেখেন, “হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, আমরা সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি—এ জন্য আমরা আন্তরিকভাবে অনুতপ্ত।”

তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। আজ যদি অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকো, কাল তোমার ওপর এর চেয়েও ভয়াবহ বিপদ এলে কেউ পাশে থাকবে না। তাই ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।”

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মো. সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তাকে হাসপাতালের ভেতরে মারধর করা হয়, পরে টেনে-হিঁচড়ে মূল গেটের বাইরে এনে হত্যা করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র ক্ষোভ তৈরি হয়।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ