এসএসসিতে পাস না করায় মেধাবী শিক্ষার্থীর করুণ পরিণতি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২১:৫৬:০১
এসএসসিতে পাস না করায় মেধাবী শিক্ষার্থীর করুণ পরিণতি

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুরপুর গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

লাবণ্য নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে এবং পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ফলাফল প্রকাশের পর লাবণ্য জানতে পারে যে সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। বিষয়টি জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং দুপুরের দিকে নিজ কক্ষে ঢুকে গলায় ফাঁস নেয়।

লাবণ্যের বাবা আশরাফুল আলম একজন শিক্ষক। ঘটনার সময় মা-বাবা বাড়ির আঙিনায় ছিলেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে।”

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীটির পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা গভীরভাবে মর্মাহত হয়েছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ