রায়পুরায় অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান, উচ্ছেদ ৫০ স্থাপনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২১:৩৪:০৭
রায়পুরায় অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান, উচ্ছেদ ৫০ স্থাপনা

নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় ফুটপাথ দখলমুক্ত এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) এ অভিযান পরিচালিত হয় মোবাইল কোর্টের মাধ্যমে।

অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৯ জন দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায়ও করা হয়েছে।

এছাড়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটপাথ দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে ট্রাক্টর চালানোর অপরাধে এক চালককেও অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে রায়পুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “জনদুর্ভোগ হ্রাস এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ