চট্টগ্রামে নারকীয় হত্যাকাণ্ড, ১১ খণ্ডে স্ত্রীর দেহ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২০:১৮:৩০
চট্টগ্রামে নারকীয় হত্যাকাণ্ড, ১১ খণ্ডে স্ত্রীর দেহ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুন করে মরদেহ ১১ টুকরো করে বাসার বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে পালিয়েছে অভিযুক্ত স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে সুমন নামের এক ব্যক্তি তার স্ত্রী ফাতেমাকে নিয়ে এজেন্ট টাওয়ারের দশম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। তাদের আট বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে, যাকে হত্যাকাণ্ডের আগে আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

বুধবার রাতে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির কেয়ারটেকারসহ স্থানীয়দের সন্দেহ হয়। স্বাভাবিক নড়াচড়া না থাকায় তারা ফ্ল্যাটে গিয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাসার বিভিন্ন জায়গা থেকে ফাতেমার দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি খণ্ডিত অংশ উদ্ধার করে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া গেছে, অভিযুক্ত সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পেশায় গাড়িচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=RiMrdLOSJ4I

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ