শাপলা প্রতীক না রাখার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১৯:৪৩:৪৪
শাপলা প্রতীক না রাখার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক না রাখার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ভাষ্য, এটি বাদ দেওয়া হয়নি, বরং সবদিক বিবেচনায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, “শাপলা প্রতীক চেয়ে নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথকভাবে আবেদন করেছিল। ১৭ এপ্রিল এবং ২২ জুন এ দুই দল প্রতীকটি চায়। সব দিক বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। তবে আমরা একে ‘বাদ’ দিইনি।”

তিনি আরও জানান, বর্তমানে সংশোধিত বিধিমালায় মোট ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১টি প্রতীক নির্ধারিত থাকবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য। বাকি ৬৪টি প্রতীক রাখা হয়েছে নতুন নিবন্ধনপ্রত্যাশী দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ব্যবহারের জন্য।

এ বিষয়ে আরেক নির্বাচন কমিশনার আবদুর রহমান বলেন, “শাপলা আমাদের জাতীয় প্রতীকের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই একে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কেউই শাপলা প্রতীক বরাদ্দ পাবেন না।”

একক তালিকায় দলীয় ও স্বতন্ত্র প্রতীক

নির্বাচন পরিচালনা বিধিমালার সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক এখন একত্রে একটি তফসিলে রাখা হয়েছে। এতে ১১৫টি প্রতীকের তালিকা রয়েছে, যার মধ্যে ‘ধানের শীষ’, ‘নৌকা’, ‘লাঙ্গল’, ‘তারা’, ‘কাস্তে’ প্রভৃতি উল্লেখযোগ্য। জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন দেওয়া হওয়ায় তাদের পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ আবার যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ‘নৌকা’ প্রতীক তালিকায় বহাল রয়েছে।

শাপলা প্রসঙ্গে পাল্টা মত এনসিপির

শাপলা প্রতীক না রাখার সিদ্ধান্তের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারা প্রতীকও জাতীয় প্রতীকের অংশ। তাই যদি শাপলা রাজনৈতিক প্রতীক হতে না পারে, তবে ধানের শীষও হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “জাতীয় ফল কাঁঠালকেও তো প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাহলে শাপলা প্রতীক হতে আইনি বাধা কোথায়? বরং কোনো প্রতীক দেখে কেউ ভয় পেলে সেটাই অন্য প্রশ্ন।”

প্রাসঙ্গিক প্রতীক তালিকা

নির্বাচন কমিশনের ঘোষিত ১১৫টি প্রতীকের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো: নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, কাঁঠাল, লাঙ্গল, আম, ফুল, চশমা, হাত, বাইসাইকেল, টেলিভিশন, হাতপাখা, মোবাইল ফোন, হেলিকপ্টার, ইত্যাদি।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ