শ্বেতা বসু প্রসাদের কঠিন যাত্রা এবং নতুন সাফল্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১৩:০১:৫১
শ্বেতা বসু প্রসাদের কঠিন যাত্রা এবং নতুন সাফল্য

অভিনেত্রীর জীবন যেন কোনো সিনেমার গল্প—উত্থান, পতন এবং পুনর্জীবনের অনন্য অধ্যায়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিশুশিল্পী শ্বেতা বসু প্রসাদের পথচলা ছিল ঠিক এমনই। ক্যারিয়ারের শুরুতেই বিশাল ভরদ্বাজের ‘মাকড়ি’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে আলোড়ন তুললেও, পরবর্তীতে জীবনের অন্ধকারে হারিয়ে যান তিনি।

২০১৪ সালের ৩১ আগস্ট, হায়দরাবাদের বানজারা হিলসের একটি হোটেলে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্বেতা গ্রেপ্তার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, এই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেয়া একাধিক সাক্ষাৎকারে শ্বেতা বলেছেন, বলিউডে অনেক অভিনেত্রী ক্যারিয়ার টিকিয়ে রাখতে এমন ধরনের আপস করতে হয়। এই ঘটনার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়।

তবে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে কয়েক মাস পর ভারতীয় নিম্ন আদালত থেকে শ্বেতাকে সব অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। হাল ছাড়েননি, আবারও অভিনয়ে ফিরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালান।

২০১৯ সালে ‘দ্য তাশখন্দ ফাইলস’ ছবিতে অভিনয় করে তিনি পুনরায় নজরে আসেন। ২০২২ সালে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতেও তার উপস্থিতি প্রশংসিত হয়। শুধুমাত্র সিনেমাই নয়, ওয়েব সিরিজেও নিজের জায়গা করে নিয়েছেন শ্বেতা। ‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজের চতুর্থ সিজনে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে সমানভাবে অভিনয়ে সমাদৃত হয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় বাংলা ছবি ‘এক নদীর গল্প’–এ মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

শ্বেতা বসু প্রসাদের জীবন গল্প প্রমাণ করে, বিতর্ক ও প্রতিকূলতা পেছনে ফেলে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন সম্ভব। তার এই উত্থান-পতন-উত্তরণ যেন জীবনের বড় কোনো সিনেমার মতোই।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ