শেখ হাসিনাসহ সাবেক তিন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১২:৩০:২৯
শেখ হাসিনাসহ সাবেক তিন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর মাধ্যমে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো।

শুনানির দিন সকালে অভিযোগ গঠনের প্রেক্ষিতে একমাত্র গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অবস্থায় রয়েছেন। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে অংশ নেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, “এই মামলার পাঁচটি অভিযোগের প্রতিটিই ছিল বিস্তৃত ও পদ্ধতিগত। হামলা ছিল সমন্বিত ও পূর্বপরিকল্পিত। সারা দেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে একই ধরনের কৌশলে ও আদেশের ভিত্তিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে।”

তিনি আরও জানান, “এসব অপরাধ সংঘটিত হয়েছে শীর্ষ পর্যায়ের নির্দেশনায়, এবং স্থানীয় প্রশাসন ও বাহিনী তা বাস্তবায়ন করেছে। সুতরাং এই তিনজনের বিরুদ্ধেই পূর্ণাঙ্গ অভিযোগ গঠনের উপযুক্ত ভিত্তি রয়েছে।”

মামলার পক্ষে আরও জানানো হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন এলাকায় সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যে সহিংসতা, হত্যা ও নির্যাতন সংঘটিত হয়, তা আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার আওতায় পড়ে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ