শাপলা প্রতীক না হলে ধানের শীষও হতে পারে না: এনসিপি নেতা সারজিস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ০৯:৩২:৫৪
শাপলা প্রতীক না হলে ধানের শীষও হতে পারে না: এনসিপি নেতা সারজিস

নির্বাচন কমিশনের (ইসি) নীতিগত সিদ্ধান্তে ‘শাপলা’কে রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক হিসেবে অনুমোদন না দেওয়ার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “শাপলা যদি প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও হতে পারে না।”

বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, জাতীয় প্রতীক ‘শাপলা’কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারজিস আলম লিখেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা, তারা—সবই জাতীয় প্রতীকের অংশ। তাহলে শাপলা বাদ দিলে বাকিগুলোকেও বাদ দিতে হবে।”

তিনি আরও লেখেন, “জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে নির্বাচনি প্রতীক হিসেবে রয়েছে। তাহলে জাতীয় ফুল শাপলা কেন হতে পারবে না? যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই জানানো উচিত।”

এনসিপির এই নেতা ইঙ্গিত করেন, প্রতীক নির্বাচন প্রক্রিয়ায় একক বা পক্ষপাতমূলক মানদণ্ড প্রয়োগ করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। তার ভাষায়, “যদি জাতীয় প্রতীকের অংশ কোনো প্রতীক হতে না পারে—তাহলে একক কোনো দলের প্রতীকের গ্রহণযোগ্যতাও চ্যালেঞ্জের মুখে পড়বে।”

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া না হলেও এনসিপির মতো নতুন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতীক বাছাইয়ের ক্ষেত্রে সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠে আসছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ