দুদকে সাউথইস্ট ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১০:৫৩:৩৬
দুদকে সাউথইস্ট ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

সত্য নিউজ:বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) জেসমিন সুলতানা এবং আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, এই কর্মকর্তারা ব্যাংকটির সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার কেনার মাধ্যমে এই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

ব্যাংক কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা ই এম পাওয়ার লিমিটেড নামক অখ্যাত কোম্পানির শেয়ার কেনার জন্য পূর্ব অনুমোদন ছাড়াই চুক্তি করেছিলেন, যা কোম্পানি আইন এবং শেয়ারবাজার সম্পর্কিত বিধিমালার লঙ্ঘন। চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিনিয়োগের ওপর ১০ শতাংশ লভ্যাংশ পাওয়ার কথা ছিল, তবে সেটি আদায় হয়নি। শুধু তাই নয়, ২০২৩ ও ২০২৪ সালে ২২ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার পরও লভ্যাংশের সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষায় বেশ কয়েকটি অনিয়ম এবং বড় অঙ্কের অর্থ তছরুপের তথ্য উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যাংকের শেয়ার কেনাকাটার, সংস্কার ও প্রচারে অবৈধ অর্থের ব্যবহার, নিয়োগ এবং ঋণ দেয়ার ক্ষেত্রে অনিয়ম।

এই অভিযোগের পর সাউথইস্ট ব্যাংক ঋণখেলাপি তথ্য গোপন করে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার অভিযোগও তুলেছে। ২০২৪ সালের আগস্টে ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আসার পর নতুন চেয়ারম্যান এম এ কাশেম দায়িত্ব গ্রহণ করেন, যিনি আগে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

এখন, সাউথইস্ট ব্যাংক যথাযথ আইনগত ব্যবস্থা নিতে দুদককে অনুরোধ করেছে এবং এই দুর্নীতির তদন্তে গতি আনার আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ