জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করছে বিএনপি, কয়েক দিনের মধ্যেই দেবে মতামত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ০৯:০৪:৩৮
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করছে বিএনপি, কয়েক দিনের মধ্যেই দেবে মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া নিয়ে বিএনপির অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে। খসড়ার কিছু সংযোজন-বিয়োজন শেষে আগামী দুই এক দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত মতামত পাঠাবে দলটি।

গত মঙ্গলবার ও বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বের মতো বিএনপিও দ্রুত ঘোষণাপত্র প্রকাশের পক্ষে। নেতারা খসড়া ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠকে আরও আলোচনা হয় যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ, সংসদের নারী আসন ও নির্বাচন পদ্ধতিসহ বিভিন্ন সংস্কার নিয়ে। নেতারা যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা পুনর্বিবেচনার আহ্বান জানান ট্রাম্প প্রশাসনের প্রতি।

সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সংলাপের সারসংক্ষেপ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে সংসদে নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কীভাবে এসব আসনে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে, সে বিষয়ে এখনো ঐক্যমত্য হয়নি। বিএনপির নেতারা প্রচলিত সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব নির্বাচনের পক্ষে মত দেন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিরোধিতা করেন।

বৈঠকে নেতারা বলেন, সংস্কারের যেসব বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে আন্তরিকভাবে কাজ করছি। দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

উল্লেখ্য, জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্বে আছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে গত ৩০ জুন ঘোষণাপত্র প্রকাশে সরকারের বিলম্বের প্রতিবাদে যমুনা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ‘জুলাই যোদ্ধারা’।

ছাত্রনেতাদের প্ল্যাটফর্ম এনসিপিও (জাতীয় নাগরিক পার্টি) ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে। ব্যর্থ হলে ওই দিন নিজেদের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনের পতন ঘটে। এরপর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে আসছে।

২০২৪ সালের শেষদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করে ওই দাবির পক্ষে শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি। সরকার প্রথমে এর সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানালেও পরে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রেস সচিব।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ