নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী: প্রধান উপদেষ্টার দপ্তর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ০৮:৩৯:৩৯
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী: প্রধান উপদেষ্টার দপ্তর

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আজ (বুধবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।"

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থায় ৫ লাখ ৭০ হাজার আনসার এবং ১ লাখ ৪১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। অন্যান্য বাহিনী, যেমন—র‍্যাব, বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বিষয়েও প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সব ভোটার যেন নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে এই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ