“জি এম কাদেরের স্বচ্ছ নেতৃত্বেই জাতীয় পার্টি এগোবে”— শামীম হায়দার

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ২১:৪০:২৬
“জি এম কাদেরের স্বচ্ছ নেতৃত্বেই জাতীয় পার্টি এগোবে”— শামীম হায়দার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, অতীতে দলের কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য বেঈমানি করায় জাতীয় পার্টি বারবার ভেঙেছে। তবে দলটির তৃণমূল নেতাকর্মীরা সবসময় মূল দলের সঙ্গে ছিল এবং কোনো বিচ্যুতি ঘটায়নি বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৯ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে জাপা ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নবনিযুক্ত মহাসচিব।

তিনি বলেন, “২৫ জুন ঢাকায় দলের নেতাকর্মীরা এসে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। সেই দিনই দলের আগামী দিনের পথচলা নির্ধারিত হয়ে গেছে।”

শামীম হায়দার আরও বলেন, “চেয়ারম্যান জি এম কাদেরের সততা ও স্বচ্ছতা দেশের মানুষের কাছে পরিষ্কার। পাঁচ বছর মন্ত্রী থাকার পরও তার বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। অতীতে তিনি আওয়ামী লীগ সরকারকে কর্তৃত্ববাদী বলেছেন, তবুও তার বিরুদ্ধে মামলা দিতে পারেনি কেউ।”

কাউন্সিল ইস্যুতে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের উল্লেখ করে তিনি বলেন, “বলা হয়েছে জি এম কাদের নাকি কাউন্সিলে হেরে যাওয়ার ভয় পান। অথচ কাউন্সিলে থাকবেন তৃণমূল নেতাকর্মীরাই— যারা ঐক্যবদ্ধভাবে জি এম কাদেরের পাশে রয়েছেন। কাউন্সিলে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন নেতৃত্ব কোথায়?”

আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে যাব। প্রতিটি ইউনিটে বর্ধিত সভা করা হবে।”

তিনি বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যেমন দেশের উন্নয়ন করেছেন, তেমনি আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে উন্নয়ন নিয়ে আসবেন চেয়ারম্যান জি এম কাদের।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ