খুলনায় এসসিপির পদযাত্রা শুক্রবার, দুই জায়গায় পথসভা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৮:৪৬:৪০
খুলনায় এসসিপির পদযাত্রা শুক্রবার, দুই জায়গায় পথসভা

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) জুলাই পদযাত্রা আগামী শুক্রবার (১২ জুলাই) খুলনায় প্রবেশ করবে। এ উপলক্ষে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা খুলনার শিববাড়ি ও পিপলস মোড়ে পৃথক দুটি পথসভা আয়োজনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৯ জুলাই) খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসসিপির খুলনা জেলা ও মহানগর শাখার নেতারা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, যশোর হয়ে শুক্রবার দুপুরে খুলনায় প্রবেশ করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর নগরীর বাইতুন নূর মসজিদে জুমার নামাজ আদায় করে শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

পরে বিকেল ৫টায় শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যা ৭টায় খালিশপুরের পিপলস মোড়ে দুটি পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সেদিন চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। খুলনায় রাতযাপন শেষে শনিবার সকালে এসসিপি নেতারা সাতক্ষীরার উদ্দেশে রওনা হবেন।

এসসিপি’র খুলনা জেলা কমিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ, ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি ও জয়বৈদ্য প্রমুখ।

মহানগর কমিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহম্মদ হামীম রাহাত, ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, এডভোকেট মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু ও রমজান শেখ।

দলটির নেতারা জানান, কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানা প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দলটি কাজ করে যাবে বলে জানান তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ