পরীমণির মানহানি মামলা খারিজ, আদালতের যুক্তি ‘সংশ্লিষ্ট ধারা অনুপস্থিত’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে করা মামলাটি গ্রহণযোগ্য নয় বলে মঙ্গলবার (৮ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।
সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল গণমাধ্যমকে জানান, মামলা দুটি পূর্ববর্তী ‘সাইবার নিরাপত্তা আইন’-এর ২৮ ও ৩১ ধারায় দায়ের করা হলেও নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ এই ধারাগুলোর কোনো উল্লেখ না থাকায় মামলাটি খারিজ করা হয়েছে।
গত ২১ মে সরকার পুরোনো সাইবার আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪’ কার্যকর করে। ফলে আগের আইনে দায়ের হওয়া অনেক মামলাই বর্তমানে আইনগত ভিত্তি হারাচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পরীমণি গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা করেন। অভিযোগে তিনি বলেন, তার গৃহকর্মী পিংকি আক্তার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করেছেন।
মামলায় পরীমণি দাবি করেন, ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে তিনি তার বাসায় বাচ্চা দেখাশোনার কাজে পিংকি আক্তারকে নিয়োগ দেন। ২ এপ্রিল পিংকি বাসা ছেড়ে চলে গেলে বিভিন্ন গণমাধ্যমে অভিনেত্রীর বিরুদ্ধে সাক্ষাৎকার দেন এবং তা ফলাও করে প্রচার করে গণমাধ্যমগুলো। এতে তার সামাজিক সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন পরীমণি।
তবে মামলাটি আদালত গ্রহণ না করায় বর্তমানে এ বিষয়ে আর কোনো কার্যক্রম চলমান নেই। এর আগে গৃহকর্মী পিংকি আক্তার পরীমণির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন, যা নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
দেবো কে দেব মহাদেবের পার্বতী সোনারিকা ভাদোরিয়া মা হতে চলেছেন
টেলিভিশন জগতে ‘দেবো কে দেব মহাদেব’-এর পার্বতী চরিত্রে খ্যাত সোনারিকা ভাদোরিয়া প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। তার স্বামী বিকাশ পরাশরের সঙ্গে ব্যক্তিগত জীবনে এবার নতুন এক আনন্দময় অধ্যায় শুরু হতে যাচ্ছে।
এই সুখবর অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করেছেন। সেখানে তিনি ভক্ত ও অনুসারীদের সঙ্গে এই আনন্দের মুহূর্তের খবরে মিলিত হয়েছেন। ইতিমধ্যেই পরিবার ও বন্ধু-বান্ধবরা সোনারিকা ভাদোরিয়াকে এই নতুন যাত্রার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সোনারিকা ভাদোরিয়ার অভিনয় জীবন বহু বছর ধরে টেলিভিশন দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘দেবো কে দেব মহাদেব’-এর পার্বতী চরিত্রটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। এবার ব্যক্তিগত জীবনে আসছে এক নতুন অধ্যায়—মাতৃত্বের প্রথম অভিজ্ঞতা।
সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ইতিমধ্যেই অভিনন্দন জানাচ্ছেন এবং অভিনেত্রী ও তাঁর পরিবারকে সুস্থ ও আনন্দময় গর্ভকাল কামনা করছেন।
-শারমিন সুলতানা
রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিলেন অভিনেতা সিদ্দিকুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশানের একটি ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যার মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। এ মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিকুর রহমানকে রোববার (১৪ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশ আবেদন করে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পুলিশ বর্তমানে সেই তথ্য যাচাই-বাছাই করছে। তিনি আরও বলেন, তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার দরকার হতে পারে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিদ্দিকুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের মতে, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা অপরিহার্য।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় সিদ্দিকুর রহমানকে কয়েকজন লোক আটক করে। এ সময় তাকে মারধর করে রমনা মডেল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং পারভেজ বেপারী হত্যা মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আসামির দেওয়া তথ্য মামলার তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে। তবে তথ্য যাচাইয়ের জন্য যথেষ্ট সময় প্রয়োজন। এ কারণেই আদালতে দীর্ঘমেয়াদি আটক রাখার আবেদন করা হয়েছে।
-রফিক
গ্রেফতার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া চার মাস আগে ঘটে যাওয়া গ্রেফতারের ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ‘ঠিকানা’-এর বিশেষ আয়োজন ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে তিনি অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা, জীবনের দর্শন এবং ব্যক্তিগত অনুভূতি তুলে ধরেন।
গত ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত একটি হত্যাচেষ্টা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার সময় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। দুই দিনের কারাবাস শেষে ২০ মে তিনি জামিন পান। এরপর চার মাস ধরে এ বিষয়ে কোথাও কোনো মন্তব্য করেননি। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনে এই ধরনের ঘটনা তাঁর কাছে ছিল দুঃস্বপ্নের মতো।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক জায়েদ খান তাঁকে প্রশ্ন করেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি থেকে কী ধরনের শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করেছেন। উত্তরে নুসরাত বলেন, জীবনে এমন ঘটনা ঘটবে তা কখনোই কল্পনা করেননি। তবে এই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে পরিণত হতে এবং শক্ত হয়ে দাঁড়াতে সহায়তা করেছে। তাঁর ভাষায়, এটি ছিল এক ধরনের বাজে অভিজ্ঞতা, কিন্তু এর ভেতর দিয়েই তিনি জীবনের গভীর বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন।
নুসরাত ফারিয়া আরও বলেন, তাঁর সঙ্গে যা ঘটেছে তা যে কারো সঙ্গেই ঘটতে পারত। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন, কারণ তাঁর কাজের মাধ্যমে দেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেটিই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের প্রতি বাবা-মা, ভাই-বোনদের প্রতি যাদের দোয়া তাঁকে সাহস জুগিয়েছে। একইসঙ্গে সহকর্মী, ভক্ত এবং সাংবাদিকদের ভালোবাসা ও সমর্থনের কারণে তিনি এই কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হয়েছেন।
জীবনের অনিশ্চয়তা নিয়ে তিনি বলেন, এই পুরো ঘটনাটি তাঁকে শিখিয়েছে যে পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। জীবন এক অস্থায়ী যাত্রা, যেখানে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। তাই মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে। নুসরাতের মতে, জীবনে যদি সততা বজায় রাখা যায়, তাহলে কোনো খারাপ শক্তি মানুষকে স্থায়ীভাবে আটকে রাখতে পারে না। বিপদের মুখোমুখি করলেও শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা রক্ষা করেন এবং নতুনভাবে দাঁড়ানোর সুযোগ দেন।
নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া এই শিক্ষা তিনি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। তাঁর মতে, জীবনের পথে প্রতিকূলতা আসবেই, তবে মানুষের ভালোবাসা, পারিবারিক শক্তি এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকলে কোনো বাধাই স্থায়ী হয় না। এই বার্তা দিয়ে তিনি শুধু তাঁর ভক্তদের নয়, বরং যে কেউ জীবনের সংকটে পড়েছেন বা পড়বেন, তাঁদের জন্যও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে চান।
-রাফসান
অক্টোবর মাসের বলিউড সিনেমার রোডম্যাপ: প্রেম, কমেডি, থ্রিলার ও হররের সংমিশ্রণ
বলিউডের সিনেমা দর্শকদের মুগ্ধ করে তার অভিনব গল্প, শক্তিশালী অভিনয় এবং সময়হীন উদ্যম দিয়ে। অক্টোবর ২০২৫-এর জন্য ঘোষিত হিন্দি চলচ্চিত্রের তালিকায় রয়েছে অ্যাকশন, হরর, কমেডি, থ্রিলার এবং রোমান্স—যা প্রতিটি পর্দায় ভিন্নধর্মী বিনোদন দেওয়ার প্রতিশ্রুতি রাখে। চলুন এক নজরে দেখা যাক এই মাসে মুক্তি পাচ্ছে এমন কিছু বলিউড ছবি:
Sunny Sanskari Ki Tulsi Kumari (রোমান্টিক কমেডি / ২ অক্টোবর ২০২৫)‘ডুলহানিয়া’ সিরিজের তৃতীয় কিস্তি, ‘Sunny Sanskari Ki Tulsi Kumari’-তে আধুনিক প্রেমের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। শাশাঙ্ক খৈতান পরিচালনা এবং ইশিতা মৈত্রা সহ-লিখিত স্ক্রিপ্টে দুই প্রাক্তন প্রেমিকের পুনর্মিলনের গল্প দেখানো হয়েছে। অভিনেতা হিসেবে আছেন জানহবী কাপুর, বরুণ ধাওয়ান, সুনীল শেট্টি, রোহিত সারাফ এবং সানিয়া মালহোত্রা।
Vampires Saga (হরর অ্যাকশন / ১০ অক্টোবর ২০২৫)যুবের খানের নতুন ছবি ‘Vampires Saga’-তে গোপন ভ্যাম্পায়ার সম্প্রদায় এবং একটি কলেজে সংঘটিত প্রেম ও বিপদের গল্প উঠে এসেছে। আব্দুল আদনান, সানা সুলতান, যুবের খান এবং বুশরা শেইখের অভিনয় প্রসিদ্ধ। গান ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে আছেন কাশী কাশ্যপ ও চন্দ্রশেখর সিং।
Go Goa Gone 2 (অ্যাডভেঞ্চার কমেডি / ১৫ অক্টোবর ২০২৫)‘Go Goa Gone’ (২০১৩)-এর সিক্যুয়েল, যেখানে জম্বিদের পরিবর্তে ভিনগ্রহী অতিথিরা আসে। সৌফ আলি খান, ফাহিম ফাজলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুনাল কেমমু, রাধিকা মাদান, ভীর দাস, পুজা গুপ্তা ও আনন্দ তিওয়ারীর অভিনয় এবং হর্ষির সঙ্গীত পরিচালনা এই ছবিকে আকর্ষণীয় করেছে।
No Means No (রোমান্টিক অ্যাকশন / ১৭ অক্টোবর ২০২৫)ভারত-পোল্যান্ড যৌথ প্রযোজনা, ‘No Means No’-তে হিমালয় অঞ্চলের রোমান্স এবং আদালতের থ্রিলার একসাথে তুলে ধরা হয়েছে। নির্দেশক বিকাশ ভার্মা এবং সহ-লিখক হিতেশ দেসাই। অভিনয় করছেন গুলশান গ্রোভার, ধ্রুব ভার্মা, শারদ কাপুর, নীতু চন্দ্রা এবং আনাস্তাসিয়া আদোর।
Thama (রোমান্টিক হরর / ২১ অক্টোবর ২০২৫)ম্যাডকক হরর কমেডি ইউনিভার্সের নতুন কিস্তি ‘Thama’-তে ইতিহাসবিদের মাধ্যমে প্রাচীন ভ্যাম্পায়ার কিংবদন্তি উঠে এসেছে। রাশমিকা মান্দান্না ও আয়ুষ্মান খুরানা প্রধান চরিত্রে। সমর্থক অভিনয় করছেন সঞ্জয় দত্ত, Paresh Rawal, Nawazuddin Siddiqui, শ্রেয়স তলপড়ে এবং বিজয় রাজ। সঙ্গীত পরিচালনা করেছেন সাচিন-জিগার।
এইভাবে অক্টোবর ২০২৫-এ বলিউডের বিভিন্ন ধাঁচের ছবি মুক্তি পেতে চলেছে, যা প্রেম, কমেডি, অ্যাকশন, থ্রিলার এবং হররের ভিন্নধর্মী সমন্বয় দর্শকদের বিনোদনের নিশ্চয়তা দিচ্ছে।
-শারমিন সুলতানা
গ্ল্যামার, রঙ আর বার্তা—এমির রেড কার্পেটে সেলিব্রিটিদের সাজসজ্জা
সেপ্টেম্বারের উজ্জ্বল রোদে টেলিভিশন দুনিয়ার সবচেয়ে বড় তারকারা হাজির হয়েছিলেন এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে, যা বছরের প্রথম বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে আসন্ন অস্কার মৌসুমের ফ্যাশন ট্রেন্ডও ইঙ্গিত করে। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এই জমকালো আসরে একে একে হাজির হন তারকারা, আর লাল গালিচায় ঝলমল করে ওঠে রঙিন পোশাক, গয়না আর ব্যক্তিত্ব।
লাল রঙের রাজকীয় আবেদন
হুলুর জনপ্রিয় সিরিজ Only Murders in the Building-এর নায়িকা সেলেনা গোমেজ রেড কার্পেটে হাজির হন তাঁর বাগদত্তা ও মিউজিক প্রযোজক বেনি ব্লাঙ্কোর হাত ধরে। তিনি পরেছিলেন লুই ভুইতঁর লম্বা লাল কলাম গাউন, পাশে স্লিট আর লম্বা ট্রেনসহ। ইউফোরিয়া-খ্যাত অভিনেত্রী সিডনি সুইনিও পরেছিলেন নজরকাড়া লাল স্ট্র্যাপলেস গাউন, যার গভীর নেকলাইন এবং ঝলমলে হীরার গয়না তাঁর সাজকে আরও রাজকীয় করে তোলে।
সাদা পোশাকে পরিপূর্ণতা
“লেবার ডে’র পর সাদা পোশাক নয়” – এই প্রচলিত ধারণাকে পাত্তা না দিয়ে হলিউড তারকারা সাদা পোশাকের মাধ্যমে আলাদা বার্তা দেন। দ্য লাস্ট অব আস-এর নায়ক ও এমি মনোনীত অভিনেতা পেদ্রো পাস্কাল হাজির হন ডাবল-ব্রেস্টেড ক্রিম স্যুটে, সানগ্লাস ও হালকা দাড়ির স্টাইল তাঁর কুল লুককে আরও উজ্জ্বল করে। সেভারেন্স-এর অভিনেত্রী গুয়েন্ডোলিন ক্রিস্টি টম ফোর্ডের সাদা ফিটেড স্যুটে সবার নজর কেড়ে নেন। একই সিরিজের সেরা সহ-অভিনেতার পুরস্কারজয়ী ট্রামেল টিলম্যানও পরেছিলেন সাদা পোশাক, সঙ্গে ঝলমলে ব্রোচ।
শরতের রঙে গ্ল্যামার
শরতের শুরুতে হওয়া এই আসরে বাদামি, কমলা আর গাঢ় রঙও চোখে পড়ে। অস্কারজয়ী অভিনেত্রী ক্যাথি বেটস দীর্ঘ বাদামি গাউন পরে রেড কার্পেটে রাজকীয় আবেদন ছড়ান। দ্য স্টুডিও-তে দুর্দান্ত অভিনয়ের জন্য এমি জেতা সেথ রোজেন পরেছিলেন মরচে রঙের ভেলভেট টাক্সিডো।
বার্বিকোর এখনও জনপ্রিয়
গোলাপি রঙের জাদু এবারও শেষ হয়নি। ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, যিনি দ্য হোয়াইট লোটাস-এর তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছেন, পরেছিলেন অফ-শোল্ডার ভাস্কর্য-শৈলীর গোলাপি গাউন, যার লম্বা স্কার্ট রেড কার্পেটে নাটকীয় আবহ তৈরি করে। তাঁর সহ-অভিনেত্রী এমি লি উড এবং এমি বিজয়ী জুলিয়ান নিকলসনও পরেছিলেন বিভিন্ন শেডের গোলাপি গাউন।
ফ্যাশনে রাজনৈতিক বার্তা
রেড কার্পেট শুধু গ্ল্যামার নয়, বার্তাবাহকও হলো। হ্যাকস-এর জনপ্রিয় কৌতুক অভিনেত্রী মেগান স্টাল্টার সহজ পোশাকে হাজির হলেও তাঁর ব্যাগে লেখা ছিল এক সরল বার্তা— “Ceasefire!”। অভিনেতা হাভিয়ের বারডেম গলায় কালো-সাদা কেফিয়াহ বেঁধে গাজায় যুদ্ধবিরতির সমর্থন জানান।
এমি অ্যাওয়ার্ডস কেবল শিল্পীদের স্বীকৃতির মঞ্চ নয়, এটি সমাজ, রাজনীতি ও সংস্কৃতির প্রতিফলনও বটে। ফ্যাশনের মাধ্যমে তারকারা শুধু নিজেদের ব্যক্তিত্বই নয়, বিশ্ব পরিস্থিতি সম্পর্কেও শক্ত বার্তা দেন—এ বছরের রেড কার্পেটও ছিল তারই প্রমাণ।
-শারমিন সুলতানা
গুলিবর্ষণের পর প্রথম প্রকাশ্যে দেখা গেল দিশা পাটানিকে
বলিউড অভিনেত্রী দিশা পাটানি গুলিবর্ষণের ঘটনার পর প্রথমবার জনসমক্ষে দেখা দিলেন। উত্তর প্রদেশের বেয়ারেলিতে অবস্থিত তার বাড়ির সামনে সম্প্রতি ভোর রাতে একাধিক রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটার দিকে অন্তত দুই রাউন্ড আকাশে গুলি ছোড়া হয়, তবে কেউ আহত হননি। পরে দেলানা ভাই নামে পরিচিত বিরেন্দ্র ও মহেন্দ্র ঘটনাটির দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পোস্ট করেন।
সেই পোস্টে তারা অভিযোগ করেন, দিশার বড় বোন খুশবু পাটানি ধর্মীয় বক্তা অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে মন্তব্য করে সনাতন ধর্মকে অপমান করেছেন। পোস্টে আরও হুমকি দিয়ে লেখা হয়—এটি কেবল ট্রেলার, ভবিষ্যতে ধর্ম নিয়ে কোনো অসম্মান হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, সাবেক সেনা কর্মকর্তা খুশবু পাটানি সম্প্রতি অনিরুদ্ধাচার্য মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে মন্তব্যের সমালোচনা করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভুলভাবে ধারণা করেন, তার মন্তব্য আসলে প্রেমানন্দ জি মহারাজকে উদ্দেশ করে করা হয়েছে। এ নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হলে খুশবু স্পষ্ট করে জানান, তার মন্তব্য শুধুমাত্র অনিরুদ্ধাচার্য মহারাজ সম্পর্কেই ছিল। তিনি অনলাইনে হয়রানি অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
দিশার বাবা জগদীশ পাটানি সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “খুশবুর বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তাকে প্রেমানন্দ জি মহারাজকে নিয়ে বিতর্কে টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, সাধু-সন্তদের প্রতি শ্রদ্ধাশীল। খুশবুর মন্তব্য ভুলভাবে প্রচার করা একটি ষড়যন্ত্র।”
এমন পরিস্থিতিতে দিশা পাটানি আপাতত ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার সাম্প্রতিক উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে। ক্যালভিন ক্লেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তিনি কালো রঙের ব্যাকলেস বডিকন গাউন পরে রেড কার্পেটে উপস্থিত হন। খোলা চুল আর ন্যূনতম মেকআপে দিশার এই গ্ল্যামারাস লুক সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। ভক্তরা একদিকে তার ফ্যাশন স্টেটমেন্টের প্রশংসা করছেন, অন্যদিকে বেয়ারেলির ঘটনায় তার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন।
-শারমিন সুলতানা
ছুটির মুডে অনন্যা পাণ্ডে: ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন অনুপ্রেরণা
বলিউডের তরুণ তারকা অনন্যা পাণ্ডে আবারও প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশন ও গ্ল্যামারের ক্ষেত্রে অন্যতম ট্রেন্ডসেটার। মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সাদা বিকিনিতে তার সাম্প্রতিক ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। নীল সমুদ্র আর সাদা বালুকাবেলার পটভূমিতে অনন্যার এই উপস্থিতি যেন একেবারে নিখুঁত ট্রপিক্যাল ভ্যাকেশন ভাইবস।
অনন্যার ছুটির ছবি ভক্তদের জন্য চোখের আরাম এবং ফ্যাশনপ্রেমীদের জন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করছেন যে সমুদ্রসৈকতে নিখুঁত স্টাইল মানেই ঝলমলে রঙ নয়, বরং সাদার সরল সৌন্দর্যও হতে পারে সমান আকর্ষণীয়। তার ছবিতে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস এবং ফিটনেসের ছাপ স্পষ্ট।
বলিউডে নতুন প্রজন্মের তারকা হিসেবে অনন্যা বারবার নিজের ফ্যাশন সেন্স দিয়ে আলোচনায় এসেছেন—হোক তা রেড কার্পেটের গ্ল্যামার বা নৈমিত্তিক সৈকত লুক। মালদ্বীপ ভ্রমণের এই ফটো ডাম্প তার ইনস্টাগ্রামে দ্রুত মিলিয়ন মিলিয়ন লাইক পেয়েছে এবং ভক্তদের কাছ থেকে প্রশংসার বন্যা বইছে।
স্টাইল বিশেষজ্ঞদের মতে, অনন্যার বিকিনি লুকের মূল আকর্ষণ ছিল এর সরলতা—হালকা অ্যাকসেসরিজ, প্রাকৃতিক মেকআপ ও মিনিমালিস্ট ফ্যাশন স্টেটমেন্ট। এর ফলে তিনি শুধু গ্ল্যামারাস নয়, বরং তরুণদের জন্য বাস্তবসম্মত ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে ধরা দিয়েছেন।
-শারমিন সুলতানা
কিংবদন্তি ফরিদা পারভীনের শেষনিঃশ্বাস: শোকস্তব্ধ সংগীতাঙ্গন
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বড় ছেলে ইমাম নিমেরি উপল গণমাধ্যমকে মায়ের মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানান, “আম্মা রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। পরিবারের সবার সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।” ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কিডনির রোগ, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চলছিল তাঁর। কিন্তু গত ৫ জুলাই ডায়ালাইসিস চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাঁর অবস্থার উন্নতি হয়নি।
ফরিদা পারভীনের সঙ্গীতযাত্রা শুরু হয় ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি জাতীয়ভাবে পরিচিতি পান। তবে তাঁর প্রকৃত পরিচয় লালনসংগীতশিল্পী হিসেবে। এই ধারার গানকে তিনি বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন।
এরপর একে একে অর্জন করেছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতি। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে তিনি ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান। চলচ্চিত্রে গাওয়া গানের জন্য ১৯৯৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ফরিদা পারভীনকে বলা হয় ‘লালনসংগীতের রাণী’। তাঁর কণ্ঠের মায়াবী ছোঁয়ায় লালনের দর্শন ও সঙ্গীত পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে, শহর থেকে গ্রাম, এমনকি আন্তর্জাতিক পরিসরেও। তাঁর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ: আতঙ্কে পরিবার, কঠোর নিরাপত্তায় বাড়ি ঘিরে ফেলল পুলিশ
বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের বারেিলিতে তাঁদের সিভিল লাইন্স এলাকার বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালায়। অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি, যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ঘটনাটিকে “ভয়াবহ ও নজিরবিহীন” বলে বর্ণনা করেছেন।
শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগদীশ পাটানি জানান, অজ্ঞাতপরিচয় দুই হামলাকারী মোটরবাইকে এসে তাঁদের বাড়ির দিকে ৮-১০ রাউন্ড গুলি চালায়। তিনি আরও বলেন,
“গুলিগুলো দেশীয় নয়, বিদেশি তৈরি। আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি যে গোল্ডি ব্রার এই ঘটনার দায় স্বীকার করেছে, তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এসএসপি ও এডিজি নিজেরা তদারকি করছেন।”
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কোটওয়ালি থানায় এ ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বারেিলির এসএসপি অনুরাগ আর্য জানিয়েছেন,
“পরিবারের নিরাপত্তায় বাড়িতে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। এসপি সিটি ও এসপি ক্রাইমের নেতৃত্বে পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে পরিবারটির সঙ্গে দেখা করেছি এবং তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছি।”
এ ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের বাসিন্দারাও পুলিশের বাড়তি নিরাপত্তা ও দ্রুত তদন্ত দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় গোল্ডি ব্রারের নাম ওঠায় বিষয়টি আরও জটিল হয়ে উঠছে, কারণ তিনি ভারতের বেশ কয়েকটি উচ্চপ্রোফাইল অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করে। তদন্ত চলছে, এবং পুলিশ খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
-শারমিন সুলতানা
পাঠকের মতামত:
- ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ
- ১৬ সেপ্টেম্বরের শেয়ারবাজার বিশ্লেষণ প্রতিবেদন
- ১৬ সেপ্টেম্বর দর হারাল শীর্ষ দশ কোম্পানি
- ১৬ সেপ্টেম্বর শেয়ারবাজারে শীর্ষ দশ গেইনার
- দেবো কে দেব মহাদেবের পার্বতী সোনারিকা ভাদোরিয়া মা হতে চলেছেন
- আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের অভিযান: নিহত ৩১ তালেবান
- চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের জামায়াতে ইসলামী আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- বিপিএল এর নাম বদলে যে নাম রাখা হচ্ছে
- যত টাকায় সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আসছে
- নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রমিক সংঘর্ষ
- ‘এটি শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রশ্ন’
- ভাঙ্গায় সহিংসতা: পুলিশ-কমিশনের সতর্ক বার্তা, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে
- দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসিতে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম
- গাজায় ইসরায়েলি তীব্র হামলা, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের ঘোষণা
- ইইউ-বাংলাদেশ কূটনীতি: গণতন্ত্র, উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় যৌথ অঙ্গীকার
- হারলেই শেষ! বিদায়ের মুখে বাংলাদেশ ক্রিকেট দল
- ঢাকা ও বিভাগীয় শহরের নামাজের সময়সূচি প্রকাশিত
- ক্যারিয়ার গড়ুন বিকাশে
- নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ
- পিতৃত্বকালীন ছুটি পেতে যাচ্ছে বাংলাদেশিরা!
- শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে
- ৯০৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়, ১১টি প্যানেল নিয়ে উত্তেজনায় রাকসু নির্বাচন
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত বাংলাদেশ — প্রধান উপদেষ্টা
- দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
- চাকরির বাজারে এআইয়ের ঝড়: কারা পড়বেন সবচেয়ে বড় ঝুঁকিতে?
- রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিলেন অভিনেতা সিদ্দিকুর
- ১৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) বাজার বিশ্লেষণ প্রতিবেদন
- ব্লক লেনদেনে প্রায় ৪৩৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা
- ১৫ সেপ্টেম্বর শীর্ষ দশ কোম্পানি দর হারাল
- ১৫ সেপ্টেম্বর শেয়ারবাজারে শীর্ষ দশ গেইনার
- ‘আমার বাবাকে কাকা-কাকাতো ভাই মেরে ফেলেছে’
- গ্রেফতার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া
- বিশ্ব পর্যটন দিবসে ভ্রমণ মেলা, থাকছে ছাড় ও র্যাফেল ড্র
- রাশফোর্ডের চমৎকার ক্রস, লোপেজ ও লেভানডোস্কির গোল—বার্সার দারুণ পারফরম্যান্স
- কাতারকে সাবধান হতে বললেন ট্রাম্প
- অক্টোবর মাসের বলিউড সিনেমার রোডম্যাপ: প্রেম, কমেডি, থ্রিলার ও হররের সংমিশ্রণ
- বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে: লুৎফুজ্জামান বাবর
- সংস্কার কমিশনের ৭০ শতাংশ সুপারিশ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব: আসিফ নজরুল
- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান তারেক রহমানের
- গ্ল্যামার, রঙ আর বার্তা—এমির রেড কার্পেটে সেলিব্রিটিদের সাজসজ্জা
- “গো ব্যাক মোদি” স্লোগানে মুখরিত মণিপুর
- ভদ্রতার নিয়ম ভাঙল ভারত, ক্ষুব্ধ পাকিস্তান
- অবরুদ্ধ গাজায় মৃত্যু-ক্ষুধার মিছিল
- ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে সমুদ্রপথে প্রতিবাদ, গাজাগামী নৌবহরে যোগ দিল গ্রিসের দুটি জাহাজ
- বিশ্ব মঞ্চে বাংলাদেশের আরেক গৌরব: নাসার STEM দূত ড. আহসান
- ১৩তম জাতীয় নির্বাচনের আগে ইসি’র নতুন সীমানা, ভোটারদের উদ্বেগ বহাল
- দক্ষিণ কোরিয়ার ক্ষোভ প্রশমনে ট্রাম্পের ‘ওপেন ডোর’ নীতি
- উন্নয়নের মুখোশ না মহা লুটপাট? শেখ হাসিনার শাসনামলে ২৫ লাখ কোটি টাকার রহস্য
- টিকটক বন্ধ নাকি বাঁচবে? স্পেনের যুক্তরাষ্ট্র-চীন বৈঠকেই মিলবে সিদ্ধান্ত
- এফটির তথ্যচিত্র: শেখ হাসিনার আমলে বাংলাদেশের হারানো বিলিয়ন ডলারের গল্প
- উন্নয়ন, নিরাপত্তা ও ভূরাজনীতি: জাপান–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ
- ডাকসু নির্বাচনের ভোট শেষ, ফলাফলের আগে অস্থির ঢাবি—পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ
- নেপালে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি
- জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলের অঙ্গীকার জরুরি: বিএনপি নেতা সালাহউদ্দিন
- ফাউন্ডেশনাল ইলেকশন সামনে: জুলাই সনদ বাস্তবায়নে জোর দিলেন ড. ইউনূস
- লিটনের ব্যাটে স্মার্ট জয়: হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ
- জাকসু নির্বাচনী দায়িত্বে শিক্ষকের মৃত্যু
- নেপালে অস্থিরতা: বাংলাদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দূতাবাসের
- বাংলাদেশে মিথ্যা মামলা: আইনি প্রতিকার ও প্রতিরোধমূলক কৌশল
- উটাহে চার্লি কার্ক হত্যা: রাজনৈতিক সহিংসতার নতুন ধাক্কায় আমেরিকার গণতন্ত্র ও নিরাপত্তা নিয়ে শঙ্কা
- ডোপ টেস্ট কী, কেন করা হয়, কেন এত এখন জরুরি
- নিরাপদ কাতারেও হামলা! দোহায় ইসরাইলি হামলায় তোলপাড় আরব বিশ্ব
- ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ জয়ের পেছনে যত কৌশল
- আবারও যুদ্ধের প্রস্তুতিতে ইরান: সেনাপ্রধান হাতামির হুঁশিয়ারি