পরীমণির মানহানি মামলা খারিজ, আদালতের যুক্তি ‘সংশ্লিষ্ট ধারা অনুপস্থিত’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৭:৫৯:০৫
পরীমণির মানহানি মামলা খারিজ, আদালতের যুক্তি ‘সংশ্লিষ্ট ধারা অনুপস্থিত’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে করা মামলাটি গ্রহণযোগ্য নয় বলে মঙ্গলবার (৮ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল গণমাধ্যমকে জানান, মামলা দুটি পূর্ববর্তী ‘সাইবার নিরাপত্তা আইন’-এর ২৮ ও ৩১ ধারায় দায়ের করা হলেও নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ এই ধারাগুলোর কোনো উল্লেখ না থাকায় মামলাটি খারিজ করা হয়েছে।

গত ২১ মে সরকার পুরোনো সাইবার আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪’ কার্যকর করে। ফলে আগের আইনে দায়ের হওয়া অনেক মামলাই বর্তমানে আইনগত ভিত্তি হারাচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পরীমণি গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানির মামলা করেন। অভিযোগে তিনি বলেন, তার গৃহকর্মী পিংকি আক্তার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করেছেন।

মামলায় পরীমণি দাবি করেন, ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে তিনি তার বাসায় বাচ্চা দেখাশোনার কাজে পিংকি আক্তারকে নিয়োগ দেন। ২ এপ্রিল পিংকি বাসা ছেড়ে চলে গেলে বিভিন্ন গণমাধ্যমে অভিনেত্রীর বিরুদ্ধে সাক্ষাৎকার দেন এবং তা ফলাও করে প্রচার করে গণমাধ্যমগুলো। এতে তার সামাজিক সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন পরীমণি।

তবে মামলাটি আদালত গ্রহণ না করায় বর্তমানে এ বিষয়ে আর কোনো কার্যক্রম চলমান নেই। এর আগে গৃহকর্মী পিংকি আক্তার পরীমণির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন, যা নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ