‘দেশে এখন মব চলছে, এই পরিস্থিতিতে ভোট নয়’: সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৭:৫২:১১
‘দেশে এখন মব চলছে, এই পরিস্থিতিতে ভোট নয়’: সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশে বর্তমানে বিচার ব্যবস্থার অবস্থা উদ্বেগজনক এবং "মব শাসন" চলছে। এমন অবস্থায় সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচন আয়োজন অনুপযুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে যারা বিচার বিভাগে অনৈতিক ভূমিকা পালন করেছেন, তাদের বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি বলি, ওইসব বিচারকদের তালিকা প্রকাশ করুন। সরকার ও প্রধান বিচারপতি যদি চান, তাহলে দায়ীদের চিহ্নিত করতে সময় লাগবে না।"

বিচারক নিয়োগ প্রক্রিয়া সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে বিচারক নিয়োগ অধ্যাদেশে আইনজীবীদের কোনো প্রতিনিধিত্ব নেই, অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধিত্ব রয়েছে। এ বিষয়টি অযৌক্তিক এবং বৈষম্যমূলক।"

ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "এটা করতে হলে ৮ম সংশোধনী মামলার রিভিউ করতে হবে। অন্যথায় এটি সাংবিধানিক জটিলতায় পড়বে।"

তিনি দাবি করেন, দেশের বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে আইনজীবীদের যুক্ত করা জরুরি। একইসঙ্গে তিনি সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ