যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শহিদুল ইসলাম
শহিদুল ইসলাম
সিলেট প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৭:৩৩:১১
যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের লন্ডনে আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেয় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।

সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসুদুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। মাসুদুর রহমান বর্তমানে টিভি২৪ বাংলা এবং লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখযোগ্য যে, মোহাম্মদ ইউসুফ একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত। তিনি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, নীতিনির্ধারণী ভূমিকা এবং জনসেবায় তাঁর অবদান উল্লেখযোগ্য।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করতে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শীতকালীন শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, এতিম ও দুস্থদের পাশে দাঁড়ানো, আঞ্চলিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং গরিব শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। একই সঙ্গে গুণী ব্যক্তিদের স্মরণে মতবিনিময় ও সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি জোরদার করে যাচ্ছে সংগঠনটি।

বর্তমানে ফাউন্ডেশনের ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে আহ্বায়ক কমিটির কার্যক্রম চালু রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ