লন্ডনে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
শহিদুল ইসলাম
সিলেট প্রতিনিধি
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৭:২২:৫৪
লন্ডনে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে স্থাপিত তিনটি হার্ট ফাউন্ডেশন হাসপাতালের মধ্যে অন্যতম সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সম্প্রতি প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাবশ্যকীয় হৃদরোগ-সম্পর্কিত চিকিৎসা যন্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীদের সহযোগিতা আহ্বান জানিয়ে যুক্তরাজ্যস্থ ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন কমিটির উদ্যোগে গত ৭ জুলাই লন্ডনের ব্যাকসলি এলাকার মহারাজা রেস্টুরেন্টে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সমাদ চৌধুরী জেপি সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ মনসুর আহমদ খানের সঞ্চালনায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমদ।

সভায় স্বাগত বক্তব্যে আহমেদ উস সমাদ চৌধুরী সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিগত দিনের কার্যক্রম ও প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, হার্টের জটিল রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য দুটি গুরুত্বপূর্ণ মেশিন কিনতে তহবিল সংগ্রহের প্রয়োজন রয়েছে এবং এজন্য প্রবাসীদের উদার সহযোগিতা একান্ত কাম্য।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সেন্ট্রাল কমিটির সদস্য মিছবাহ জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী এবং বিশিষ্ট চিকিৎসক ড. আলাউদ্দিন। বক্তারা বলেন, বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সিলেট হার্ট ফাউন্ডেশন প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা দিলেও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির অভাবে অনেক রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে নতুন দুটি মেশিন সংগ্রহ একান্ত প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা এম শামসুদ্দিন, এম এ মুনিম ওবিই, সমাজসেবী খছরু খান, আব্দুল মুকিত চৌধুরী, আলহাজ্ব এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলাম, নাসির আহমেদ, আব্দুল নূর, শেরওয়ান কামালি, কামাল আহমেদ, ইউনুস আলী, টিপু চৌধুরী, শাহ মোস্তাকিম এবং এম এ সাত্তার নূর।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন আশিক চৌধুরী, মো. আব্দাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাম রব্বানী আহাদ রুহি, ডা. সাঈদ মাসুক আহমদ, মো. অহিদ উদ্দিন, রেজাউল করিম মৃধা, মতিউর রহমান খোকন, মুহি আহাদ, রফিকুল হায়দার, চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, কামরুজ্জামান ইসহাক জিতু এবং আব্দুল মোহিত চৌধুরী।

সভায় বক্তারা এই উদ্যোগকে সফল করতে প্রবাসী পরিবার, বন্ধু, আত্মীয়স্বজনদের সম্পৃক্ত করার আহ্বান জানান এবং একে একটি মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন। সভা চলাকালেই অনেক অতিথি স্থায়ী দাতা সদস্যপদ গ্রহণ করেন এবং তৎক্ষণাৎ প্রায় ৩০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়। এছাড়াও যুক্তরাজ্যের অন্যান্য শহরেও এমন সভার আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।

সভা শেষে সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর নৈশভোজের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ