রোহিঙ্গা ক্যাম্পে চার খুনের মামলায় আরসা প্রধানের তিন দিনের রিমান্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৬:৫৩:৪০
রোহিঙ্গা ক্যাম্পে চার খুনের মামলায় আরসা প্রধানের তিন দিনের রিমান্ড

মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত।

বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী।

২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলায় আতাউল্লাহ এজাহারভুক্ত আসামি। তদন্তকারীরা সাত দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রথমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালতে আগমনের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং রিমান্ড আদেশের পর আতাউল্লাহকে ফের কক্সবাজার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মো. গোলাম জিলানী জানান, সুবিধাজনক সময়ে রিমান্ডে নিয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়া চলতি বছরের ১৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহের নতুন বাজার এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছিল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ