লোহার খাঁচায় চার সন্তান, ঠাকুরগাঁওয়ে এক মায়ের বেঁচে থাকার সংগ্রাম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৪:৫৬:১৮
লোহার খাঁচায় চার সন্তান, ঠাকুরগাঁওয়ে এক মায়ের বেঁচে থাকার সংগ্রাম

ঠাকুরগাঁওয়ে চার শিশুসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জান্নাত বেগম নামের এক সংগ্রামী মা। অভাব, অনিশ্চয়তা আর অসহায়তার চাপে তিনি সন্তানদের নিয়ে ঘুরে বেড়ান লোহার তৈরি একটি ঠেলাগাড়িতে, যা যেন তার সংসারের ভ্রাম্যমাণ আশ্রয়।

জান্নাত বেগমের বাড়ি ময়মনসিংহে। পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় ঢাকার হাবিল নামে এক যুবকের সঙ্গে। বিয়ের পর ঠাকুরগাঁওয়ে এসে বসবাস শুরু করেন তারা। এক বছর পর জন্ম হয় প্রথম সন্তানের, আর পরের বছর জন্ম নেয় তিন যমজ সন্তান। এরপর হঠাৎ করেই স্বামী সংসার ছেড়ে চলে যান, শুরু হয় জান্নাতের একক লড়াই।

প্রথমে ঠাকুরগাঁও সদর উপজেলার বদ্বেশরী সরকারি আশ্রয়ণ প্রকল্পে থাকতেন জান্নাত। তবে সন্তানের অসুস্থতা ও নিরাপত্তাহীনতায় শহরের পরিষদ পাড়ায় একটি ভাড়া ঘরে আশ্রয় নেন। কাজ খুঁজলেও চার শিশুকে রেখে বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সন্তানদের নিয়ে রাস্তায় নামেন সাহায্যের আশায়।

সাত হাজার টাকা খরচ করে স্থানীয় কামারের দোকান থেকে তৈরি করান একটি চাকা লাগানো লোহার খাঁচার মতো ঠেলাগাড়ি। তাতেই বসিয়ে তিন যমজ সন্তানকে নিয়ে ঘুরে বেড়ান শহরের রাস্তায় রাস্তায়। পাশে হাঁটে সাড়ে তিন বছরের বড় মেয়ে মরিয়ম।

জান্নাত বেগম বলেন, “লজ্জার হলেও আমাকে সাহায্য চাইতে হয়, কারণ সন্তানদের ক্ষুধার মুখ আমি মেনে নিতে পারি না। অনেকেই সন্তানদের কেনার প্রস্তাব দিয়েছে, লাখ টাকা দিতে চেয়েছে। কিন্তু সন্তান টাকার কাছে বিক্রি হয় না।”

পুষ্টিকর খাবার তো দূরের কথা, অনেক দিন পেটভরে খেতেও পারে না তার সন্তানরা। এই করুণ বাস্তবতায় প্রতিবেশীরাও দুঃখ প্রকাশ করেছেন।

প্রতিবেশী শ্যামল বলেন, “একজন নারী একাই চারটি শিশুকে লালন করছেন—এটা অকল্পনীয় সংগ্রাম।” আরেক প্রতিবেশী শারমিন বলেন, “ওদের কান্নার শব্দে মন কেঁদে ওঠে। কিন্তু সমাজের ধনী কেউই তাদের পাশে নেই।”

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন জানান, বিষয়টি জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জান্নাতকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। তিনি সরকারি আশ্রয়ণ প্রকল্পে থাকার ইচ্ছা প্রকাশ করলে তাকে ঘর প্রদান করা হবে। পাশাপাশি ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানজনক জীবিকার জন্য সরকারি প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থাও করা যেতে পারে।

জান্নাত বেগমের সংগ্রাম শুধু একটি পরিবারের নয়, এটি সমাজের অব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধের পরীক্ষার এক প্রতিচ্ছবি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ