তসবিহ হাতে কাঠগড়ায় দীপু মনি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৪:৫৫:৪৫
তসবিহ হাতে কাঠগড়ায় দীপু মনি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের জুলাই মাসের আলোচিত অভ্যুত্থান পরবর্তী সহিংসতা ও সংঘর্ষ-সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা হয়েছিল। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্ত কর্মকর্তা প্রদত্ত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতের কার্যক্রম শুরুর আগেই সকাল ১০টা ২৫ মিনিটে ডা. দীপু মনিকে আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এসময় কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় তার হাতে একটি তসবিহ দেখা যায়, যা তিনি শ্রান্ত চোখে নিরবে ঘুরিয়ে যাচ্ছিলেন। সার্বিক পরিস্থিতিতে শান্ত, দৃঢ় ও স্থির অবস্থানে ছিলেন তিনি। আদালতের শুনানি চলাকালীন সময়জুড়েই তাকে তসবিহ হাতে পরম ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আদালতে তার আইনজীবীরা বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে তার সম্পৃক্ততার বাস্তবিক কোনো প্রমাণ নেই। তবে আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তাকে মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়।

এর আগে, ২০২৩ সালের ১৯ আগস্ট ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ওই সময় তাকে একাধিক হত্যাচেষ্টা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার দেখানো হয় এবং তিনি বেশ কয়েক দফা রিমান্ডে ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যুত্থান-পরবর্তী রাজনীতির পটভূমিতে ক্ষমতাসীন ও সাবেক মন্ত্রীদের জড়িত করে আইনগত ব্যবস্থা গ্রহণ একটি বড় ধরনের রাজনৈতিক বার্তা দিচ্ছে। বিরোধী রাজনীতিকদের মতে, এটি বর্তমান সরকারের এক ধরনের ‘রাজনৈতিক প্রতিশোধ’ হিসেবে দেখা যেতে পারে।

এদিকে, গ্রেফতারের সময় ও আদালতে হাজিরার সময় ডা. দীপু মনির হাতে তসবিহ থাকার চিত্রটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই প্রতীকী স্থিরতাকে একটি নীরব প্রতিবাদ এবং মানসিক দৃঢ়তার প্রতিফলন বলেও ব্যাখ্যা করছেন।

এই মামলায় পরবর্তী শুনানি ও তদন্ত অগ্রগতি রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আদালত সূত্র জানিয়েছে, তদন্ত চলমান থাকলেও এখনো মামলার মূল চার্জশিট বা সম্পৃক্ততার নির্দিষ্ট আলামত আদালতে পেশ করা হয়নি।

-ইসরাত, ন ইজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ