বিআইটি কাঠামোর দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত

ময়মনসিংহ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৪:৪৫:০৮
বিআইটি কাঠামোর দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) কাঠামো পুনর্গঠনের এক দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলনে বসেন তারা।

শিক্ষার্থীদের একমাত্র দাবি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বাধীন বিআইটি কাঠামোতে ফিরিয়ে নেওয়া।

এই অবরোধের ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক এবং ময়মনসিংহ-ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে আটকে পড়েছেন শত শত যাত্রী, বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা স্বাধীন একাডেমিক কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। তবে দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ