টানা বৃষ্টিতে বাজারে পণ্যের সরবরাহ কম, কাঁচা মরিচ-বেগুন ও মাছের দাম বেড়েছে

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৪:৩৮:২৪
টানা বৃষ্টিতে বাজারে পণ্যের সরবরাহ কম, কাঁচা মরিচ-বেগুন ও মাছের দাম বেড়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দুই দিনের টানা বৃষ্টিতে বাজারে শাকসবজি, মাছসহ বেশ কিছু নিত্যপণ্যের সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামেও। বিশেষ করে কাঁচা মরিচ, বেগুন, সোনালি মুরগি এবং মাছের দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা জানান, সরবরাহ কম থাকায় দাম সামান্য বাড়লেও গরু ও খাসির মাংস এবং ব্রয়লার মুরগির দামে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও আগামী রোববার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, “গতকাল থেকে টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ প্রায় অর্ধেক কমে গেছে। পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা বাজারেও দামে কিছুটা পরিবর্তন এসেছে।” তিনি আরও জানান, ক্রেতারাও কম আসছেন। অনেকে পাড়া-মহল্লার দোকান বা ভ্যানে সবজি কিনছেন, যেখানে দাম কিছুটা বেশি।

রাজধানীর হাজিক্যাম্প বাজারে বেসরকারি চাকরিজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, “বাসায় শাকসবজি না থাকায় বৃষ্টির মধ্যেও বাজারে আসতে হয়েছে। কিন্তু দাম অনেক বেশি।”

যেসব পণ্যের দাম বেড়েছে:

কাঁচা মরিচ: প্রতি কেজি ১৬০–১৭০ টাকা (পূর্বে ১২০–১৪০ টাকা)

বেগুন: প্রতি কেজি ৯০–১১০ টাকা (পূর্বে ৮০–১০০ টাকা)

সোনালি মুরগি: প্রতি কেজি ২৮০–৩১০ টাকা (পূর্বে ২৬০–৩০০ টাকা)

মাছ: রুই, পাঙাশ, শিং, কই, পাবদা মাছের দাম কেজিতে ২০–৪০ টাকা বেড়েছে

যেসব পণ্যের দাম অপরিবর্তিত:

ব্রয়লার মুরগি: প্রতি কেজি ১৬০–১৭০ টাকা

ফার্মের ডিম: প্রতি ডজন ১২০–১৩০ টাকা

গরু ও খাসির মাংস: আগের দামে বিক্রি হচ্ছে

দাম কিছুটা বাড়লেও পণ্য সংকট তীব্র নয় বলে জানান খুচরা বিক্রেতারা। তবে আবহাওয়ার উন্নতি না হলে সরবরাহে আরও চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ