লালবাগে সেনাবাহিনীর অভিযানে ‘গডফাদার’ চান মিয়া আটক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১১:১৪:১৮
লালবাগে সেনাবাহিনীর অভিযানে ‘গডফাদার’ চান মিয়া আটক

রাজধানীর লালবাগ থানা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সাবেক নেতা চান মিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে লালবাগের শহীদ গলির ৩ নম্বর লেন থেকে তাকে আটক করে আজিমপুর সেনাক্যাম্পের একটি বিশেষ দল। পরে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র ও নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, চান মিয়া দীর্ঘদিন ধরে লালবাগ থানাধীন বেড়িবাঁধের ‘ঘোড়া পট্টি’ এলাকায় সরকারি খাসজমি দখল করে রিকশার গ্যারেজ গড়ে তোলেন এবং তা থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব খাটিয়ে জোরপূর্বক অর্থ আদায় করতেন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে একপ্রকার ‘অঘোষিত আধিপত্য’ কায়েম করেছিলেন।

স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের শাসনামলে এলাকাজুড়ে প্রভাব বিস্তারের সুযোগ না পেলেও, গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতা কাজে লাগিয়ে ফের সক্রিয় হয়ে উঠেন চান মিয়া। শহিদনগরের বিভিন্ন গলি, বিশেষ করে ২৪ নম্বর ওয়ার্ডে তার প্রভাব বাড়তে থাকে, এবং নিরীহ দোকানদার ও খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

জানা গেছে, সেনাবাহিনী অভিযানের আগে চান মিয়ার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, তিনি শুধু চাঁদাবাজি নয়, বরং একটি ‘সংগঠিত স্থানীয় চাঁদাবাজ চক্র’-এর নেতৃত্ব দিচ্ছেন এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে তা পরিচালনা করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, “গতকাল রাতে সেনাবাহিনী অভিযানে চান মিয়াকে আটক করে এবং আমাদের থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ রয়েছে। আমরা সেগুলো যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় আছি।”

ওসি আরও জানান, চান মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা আদায়, সরকারি সম্পত্তি দখল এবং সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের মতো অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্ত শেষে মামলা দায়ের করা হবে।

এদিকে সেনা অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অনেকেই চান মিয়ার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন, তবে তার আটকের পর কয়েকজন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রভাবশালী চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে, যারা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। চান মিয়ার গ্রেপ্তার সেই চলমান প্রক্রিয়ারই একটি অংশ।

এ ঘটনায় বিএনপি বা যুবদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, রাজনৈতিক পরিচয়ধারীদের এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানই জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ