বিএনপির ৩১ দফায় নারীর জন্য রয়েছে দিকনির্দেশনা: মহিলা দলের সভানেত্রী-আফরোজা আব্বাস

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ২১:৫০:০২
বিএনপির ৩১ দফায় নারীর জন্য রয়েছে দিকনির্দেশনা: মহিলা দলের সভানেত্রী-আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “নারীরা শুধু পুরুষদের মতো রাজনীতি করে না, তারা ঘর সামলায়, সন্তান লালন-পালন করে, আবার অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানও নেয়।” তিনি বলেন, “আমরা নারীরা কিন্তু বড় রাজনীতিবিদ। দেশ ও সমাজের প্রতিটি স্তরে আমাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই।”

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, “বিএনপির ৩১ দফা মানেই গণতন্ত্র, মানেই আগামীর বাংলাদেশ। এই ঘোষণার মধ্যেই রয়েছে ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা—কৃষকের ন্যায্য মূল্য, আইনের শাসন, স্বচ্ছ নির্বাচন এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “৩১ দফার প্রতিটি পয়েন্ট দেশের প্রয়োজন থেকে উঠে এসেছে। এখানে নারীদের কথাও রয়েছে, তাদের ক্ষমতায়ন, নিরাপত্তা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।”

বৃষ্টি উপেক্ষা করে হাজারো নারী এ সমাবেশে অংশ নেন। অনেকে বৃষ্টিতে ভিজে শিশু সন্তানকে কোলে নিয়েও মাঠে উপস্থিত ছিলেন। এতে নারী নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রকাশ ঘটে।

সমাবেশকে সফল করতে আগের কয়েকদিন ধরেই নারী নেতাকর্মীরা এলাকায় ব্যাপক প্রচার চালান।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়া।বক্তব্য দেন—

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন তুহিন

মহিলা দল জেলা সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা

সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু

সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম

পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া

সাধারণ সম্পাদক আকতার খান

উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী

সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ