মেসিকে ঘিরে আবারও গুঞ্জন: সৌদি ক্লাব আল-আহলির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ২১:৩৯:৫৫
মেসিকে ঘিরে আবারও গুঞ্জন: সৌদি ক্লাব আল-আহলির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা

ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর আবারও সামনে এসেছে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। ফরাসি পত্রিকা লেকুয়েপ জানিয়েছে, সৌদি আরবের প্রভাবশালী ক্লাব আল-আহলি ইতিমধ্যেই মেসির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেছে।

বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে খেলছেন ৩৮ বছর বয়সী মেসি। তবে সৌদি ক্লাবটির পরিকল্পনা—চুক্তির শেষেই তাকে দলে টেনে নেওয়া। লেকুয়েপের শিরোনাম ‘Messi’s New Dilemma’-এ বলা হয়েছে, মেসি এখনো সিদ্ধান্তহীন—মায়ামিতে থেকে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি চালিয়ে যাবেন, নাকি সৌদির চ্যালেঞ্জ গ্রহণ করবেন?২০২৩ সালেও মেসিকে দলে টানতে সৌদি ক্লাব আল-হিলাল বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল—১.৪ বিলিয়ন ডলার, যা তিনি ফিরিয়ে দেন পারিবারিক কারণে। এবার আল-আহলিও দৌড়ে, যেখানে চেষ্টার কোনো ঘাটতি নেই।সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে মেসিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দেখতে চায়।

মেজর লিগ সকার (MLS)-এর মৌসুম অক্টোবরেই শেষ হয়ে যায়, আর পরবর্তী মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে। মাঝের এই চার মাসের “খেলার ফাঁক”টাই সৌদি লিগের সুযোগ হয়ে উঠছে। যদিও এমএলএস তুলনামূলকভাবে প্রতিযোগিতাহীন, তবুও জাতীয় দলে খেলার ফিটনেস ধরে রাখতে ক্লাব ফুটবলে মেসির থাকার আগ্রহ রয়েছে।

আল-আহলি: যেকোনো মূল্যে মেসিকে দলে নিতে চায়। পরিচালকেরা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইন্টার মায়ামি: চায় মেসিকে ধরে রাখতে। মার্কেটিং, জনপ্রিয়তা ও দলগত শক্তির জন্য তাকে অপরিহার্য ভাবছে ক্লাবটি।

আগামী সিদ্ধান্তটি হবে অর্থের অঙ্কের ওপর না পারিবারিক স্বস্তির ওপর—এটাই এখন প্রশ্ন। মেসির অতীত সিদ্ধান্তগুলোতেও দেখা গেছে, পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। তবে ফুটবলের রাজপুত্রের পরবর্তী গন্তব্য যে বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দু, তাতে সন্দেহ নেই।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ