আওয়ামী লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে এনজিওর টাকা আত্মসাতের অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৯:৫৯:১০
আওয়ামী লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে এনজিওর টাকা আত্মসাতের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে এনজিও প্রতিষ্ঠান ‘আশা বাংলাদেশ’ থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে উল্টো হুমকি দেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোছা শাহানাজ বেগম (৪৮) ইন্দুরকানী সদরের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী।

মঙ্গলবার (৮ জুলাই) শাহানাজ বেগমকে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, গত বছরের ২৯ আগস্ট তিনি আশা ইন্দুরকানী শাখা থেকে ১ লাখ ১০ হাজার ৮০ টাকা ঋণ গ্রহণ করেন। তবে নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না করে তিনি বাকিতে থাকা ৫৮ হাজার ৪৩০ টাকা ফেরত দেননি। উপরন্তু এনজিও কর্মীদের বিভিন্ন সময় হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আশা ইন্দুরকানী শাখার ম্যানেজার মো. সিরাজুল মুনির বলেন, “বিভিন্ন সময়ে আমরা তাঁকে তিনবার মৌখিক ও লিখিত নোটিশ দিয়েছি। পরবর্তীতে উকিল নোটিশ পাঠানো হয়। সর্বশেষ আদালতে মামলা করলে তাঁকে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তিনি সেটিও উপেক্ষা করেন।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, “গতকাল সোমবার গভীর রাতে এনজিওর দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী শাহানাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ