নির্বাচন পেছাতে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৮:০৬:৫৭
নির্বাচন পেছাতে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

সম্প্রতি জামায়াতে ইসলামীর এক কর্মিসভায় ইউনিফর্ম পরা এক পুলিশ কর্মকর্তার বক্তব্য দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিষয়টি সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, “একজন পুলিশ কর্মকর্তা তার ছাত্রজীবনে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারেন, কিন্তু সরকারি দায়িত্ব পালনের সময় তা প্রকাশ করা চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আমলেই এমন ঘটনা বারবার দেখা যায়। আগে মুজিব কোট পরে কর্মকর্তারা সভা-সমাবেশে অংশ নিতেন, এখন আরও স্পষ্টভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রকাশ পাচ্ছে।”

রিজভী অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখন ঢিলেঢালা ও পক্ষপাতদুষ্ট। “বর্তমানে সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। প্রশাসনিক স্থবিরতার সুযোগে মব কালচারের মতো সামাজিক অপরাধ বাড়ছে,” বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, বিএনপির নামে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। “বিভিন্ন প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর লক্ষ্য হলো গণতন্ত্রের পথ রুদ্ধ করা এবং আগামী নির্বাচন বিলম্বিত করার জন্য সুপরিকল্পিত প্রচেষ্টা।”

বিএনপির পক্ষ থেকে রিজভী আরও জানান, দলের নামে কেউ অপকর্ম করলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। “অভিযোগ পেলেই নেতাকর্মীদের বিরুদ্ধে বহিষ্কার, পদ স্থগিত বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে,” বলেন তিনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি কখনোই সমাজবিরোধী, দখলবাজ কিংবা চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না। যেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ