কক্সবাজারে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৬:৩৯:০৭
কক্সবাজারে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্রোতে ভেসে যান। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা গেলেও, বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—অরিত্র হাসান (২২) ও আসিফ আহমেদ (২২)। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এবং বগুড়ার বাসিন্দা। নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা ও কে এম আনিছুর রহমানের ছেলে।

জানা গেছে, পরীক্ষার পর পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণে আসেন তারা। সকালে হিমছড়ি সৈকতে গোসলে নামলে হঠাৎ স্রোতের টানে ভেসে যান তিনজন। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সাদমানের মরদেহ সৈকতে ভেসে ওঠে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পর্যটন পুলিশ ও সি সেফ লাইফ গার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে সাগরে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

সি সেফ লাইফ গার্ডের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, হিমছড়ি সৈকতে একাধিক গুপ্তখালের সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। এই এলাকায় কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থাও নেই।

পর্যটন পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আপেল মাহমুদ জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং সৈকতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, সমুদ্রে লঘুচাপের কারণে ঢেউ শক্তিশালী হওয়ায় প্রশাসন লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জারি করেছিল। তবে তা উপেক্ষা করে অনেক পর্যটক সাগরে নেমে পড়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈয়বুর রহমান জানান, নিখোঁজ শিক্ষার্থীরা মেরিন ড্রাইভ সড়কের প্যাঁচার দ্বীপ এলাকার একটি রিসোর্টে অবস্থান করছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ