অদ্ভুত ফ্যাশনের কারণে ট্রলের মুখে পড়লেন নেহা কক্কর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৬:৩৩:৪৭
অদ্ভুত ফ্যাশনের কারণে ট্রলের মুখে পড়লেন নেহা কক্কর

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর প্রায়ই বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে আসেন। কখনো তার গাওয়া গানে অতিরিক্ত আবেগ, কখনো স্টেজ পারফরম্যান্সে দেরি—এইসব নিয়ে সমালোচনা পিছু ছাড়ে না তার। এবার তিনি বিতর্কের মুখে পড়েছেন ফ্যাশন পছন্দ নিয়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন নেহা। ছবিতে দেখা যায়, তিনি হাতে একটি কার্টুন পুতুল (লাবুবু) ধরে আছেন। তার পরনে রয়েছে সাদা ক্রপ টপ, ওপরে নীল অন্তর্বাস, এবং নিচে ট্র্যাক প্যান্টের নিচে জিমের রঙিন অন্তর্বাসের অংশ দৃশ্যমান। চোখে সানগ্লাস ও মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

ছবির ক্যাপশনে নেহা লেখেন, ‘লাবুবু নিয়ে সাউন্ড চেক দিচ্ছি। বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে হতে যাওয়া রাতের শোর জন্য খুবই মুখিয়ে আছি।’

এই ছবিটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। কেউ কেউ নেহার পোশাককে ‘ভুল ফ্যাশন সেন্স’ বলে আখ্যা দিয়েছেন, কেউ তুলনা করেছেন সুপারম্যান চরিত্রের পোশাকের সঙ্গে। কেউ লিখেছেন, ‘পোশাকের ওপরে অন্তর্বাস পরা কী নতুন ট্রেন্ড?’

তবে শুধু সমালোচনা নয়, অনেকেই নেহার পাশে দাঁড়িয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘উনি জানেন কী পরেছেন, তার যেটা ভালো লেগেছে সেটাই করেছেন।’

এই ছবিতে ইতোমধ্যে ৪ লাখের বেশি লাইক এবং প্রায় ৫ হাজার কমেন্ট পড়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও, নেহা কক্কর তার নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর কাছে এখনও সমান জনপ্রিয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ