২৫ বছরের রেসলিং অধ্যায় শেষ করতে যাচ্ছেন জন সিনা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৫:১১:০৪
২৫ বছরের রেসলিং অধ্যায় শেষ করতে যাচ্ছেন জন সিনা

প্রায় আড়াই দশকের বর্ণাঢ্য রেসলিং ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন জন সিনা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’-তে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বখ্যাত এই রেসলার ও অভিনেতা নিজেই জানিয়েছেন ডিসেম্বরে নিজের শেষ ম্যাচ খেলার সিদ্ধান্তের কথা।

রেসলিং ছেড়ে দিলেও জন সিনা বলছেন, এটা একেবারে স্থায়ী বিদায় নয়। তাঁর ভাষায়, “রেসলিংয়ে কেউ কখনো পুরোপুরি বিদায় নেয় না।”

সাক্ষাৎকারে সিনা বলেন, “অনেক দিন খেলার পর আপনি নিজেই বুঝতে পারবেন, শরীর আর আগের মতো চলছে না। তখনই ভাবতে হবে, কত দিন আর চালিয়ে যাব? আমার শরীর এখনো ভালো আছে, তবে মনে করি তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত।”

জন সিনা আরও জানান, অবসর নেওয়ার বিষয়টি তিনি হুট করে ভাবেননি। ছয় মাস আগেই নিজের বিদায়ের গল্প লিখে রেখেছেন। পরিকল্পনা অনুসারে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩৬টি রাজ্যে রেসলিং ম্যাচ খেলার লক্ষ্য নিয়েছেন তিনি। এরই মধ্যে সেই লক্ষ্যের বড় একটি অংশ পূর্ণ হয়ে গেছে। ডিসেম্বরেই তাঁর রেসলিং ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি ঘটবে।

তবে রেসলিং থেকে সরে গেলেও হলিউডে জন সিনার ব্যস্ততা অব্যাহত থাকবে। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘Heads of State’। এ ছাড়া ‘The Suicide Squad’, ‘Peacemaker’, ‘Bumblebee’, ‘F9’ ও ‘Fast X’-এ তাঁর অভিনয় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

জন সিনা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:

পুরো নাম: জন ফেলিক্স অ্যান্থনি সিনা জুনিয়র

জন্ম: ২৩ এপ্রিল ১৯৭৭, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র

পেশা: রেসলার, অভিনেতা, উপস্থাপক, র‍্যাপার

উচ্চতা ও ওজন: ৬ ফুট ১ ইঞ্চি, ১১৪ কেজি

চ্যাম্পিয়নশিপ: ১৭ বার WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন (বিশ্ব রেকর্ড)

ক্যাচফ্রেজ: “You Can’t See Me!”

রিং পরিচিতি: ‘Never Give Up’ মন্ত্রে অনুপ্রাণিত

মানবিক কাজ: ‘Make-A-Wish Foundation’-এর হয়ে সবচেয়ে বেশি শিশুদের ইচ্ছা পূরণের রেকর্ড

জন সিনা শুধু রেসলিং তারকা নন, বরং একজন মানবিক, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবেও বিশ্বজুড়ে সম্মানিত।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত