মামলা করতে গিয়ে নিজেই গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ০৯:৩৭:৪৯
মামলা করতে গিয়ে নিজেই গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা!

সত্য নিউজ:বগুড়ার ধুনটে প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগে থানায় মামলা করতে গিয়ে নিজেই গ্রেপ্তার হয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন বেলাল হোসেন (৪৮), যিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

রবিবার (১২ মে) সন্ধ্যায় ধুনট থানা চত্বরে গেলে পুলিশ তাকে আটক করে। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, বেলাল হোসেনকে নাশকতার তিনটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোতে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা বাদী হয়ে অভিযোগ করেছেন যে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২5 সালের ফেব্রুয়ারির মধ্যে স্থানীয় বিএনপি অফিস, একটি সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিন শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়।

জানা গেছে, বেলাল হোসেন রবিবার সন্ধ্যায় প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগে মামলা দায়ের করতে থানায় যান। কিন্তু তার নাম নাশকতা মামলার তদন্তে উঠে আসায় পুলিশ তাকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “তিনটি নাশকতা মামলার তদন্তে বেলাল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোর অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।”

ঘটনাটি স্থানীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ