১০টির বেশি সিম বন্ধ করবে বিটিআরসি, প্রভাব পড়বে ২৬ লাখ গ্রাহকের ওপর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৪:৪০:১৬
১০টির বেশি সিম বন্ধ করবে বিটিআরসি, প্রভাব পড়বে ২৬ লাখ গ্রাহকের ওপর

একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সিদ্ধান্তটি কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা অতিরিক্ত ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি সূত্র জানায়, নতুন সীমা আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ১৫ জুলাই মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হবে।

গত ৩০ জুন বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে।

অপারেটররা সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে—কোন ১০টি সিম তারা সক্রিয় রাখতে চান। বাকি সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, বিটিআরসি ২০১৭ সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল। ২০২২ সালে সিম নিবন্ধন পদ্ধতি হালনাগাদ হলেও এই সীমা অপরিবর্তিত ছিল।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোট সক্রিয় সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ।

নতুন সিদ্ধান্তটি কার্যকর হলে একদিকে যেমন অনিয়ম বা জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে, তেমনি সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত