অভিজ্ঞদের ছাড়াই বাংলাদেশ সফরে পাকিস্তান, নেতৃত্বে সালমান আলী আগা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৪:১০:২৯
অভিজ্ঞদের ছাড়াই বাংলাদেশ সফরে পাকিস্তান, নেতৃত্বে সালমান আলী আগা

জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে এই সফরে থাকছেন না দলের অভিজ্ঞ মুখ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে নেতৃত্বে আছেন অলরাউন্ডার সালমান আলী আগা। ইনজুরির কারণে দলে নেই সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ।

নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাহাতি পেসার সালমান মির্জা। এ ছাড়াও তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে এই দল।

পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’।

উল্লেখযোগ্যভাবে, এই সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (FTP)-এর অংশ নয়। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই বোর্ডের আলোচনার সময়ই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি মাঠে গড়াবে ২০, ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে বাংলাদেশ দল এখনো এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি।

বাংলাদেশ সফর শেষে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে।

পাকিস্তানের ঘোষিত টি-টোয়েন্টি দল:

সালমান আলী আগা (অধিনায়ক)

আবরার আহমেদ

আহমেদ দানিয়াল

ফাহিম আশরাফ

ফখর জামান

হাসান নেওয়াজ

হোসাইন তালাত

খুশদিল শাহ

আব্বাস আফ্রিদি

মোহাম্মদ হারিস (উইকেটকিপার)

মোহাম্মদ নেওয়াজ

শাহিবজাদা ফারহান

সায়েম আইয়ুব

সালমান মির্জা

সুফিয়ান মোকিম

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত