হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’, উত্তাল ভোলা-২ বিএনপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১০:০৪:২৪
হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’, উত্তাল ভোলা-২ বিএনপি

দ্বীপজেলা ভোলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা বোরহানউদ্দিন–দৌলতখান তথা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জমি দখলের অভিযোগ তুলে দেওয়া একটি আবেদনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরব প্রতিবাদে ফেটে পড়েছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার (৭ জুলাই) দৌলতখান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নাসিম কাজী, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুবদলের আহ্বায়ক সিহাব হাওলাদার, সদস্য সচিব জসীম খানসহ অন্যান্য নেতারা এই ষড়যন্ত্রমূলক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তাদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে দুই উপজেলার কেউই এমন কোনো অভিযোগ তুলতে পারেন না যে হাফিজ ইব্রাহিম তাদের কোনো ক্ষতি করেছেন। বরং গত ১৭ বছর ধরে রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা ও দমন-পীড়নের মধ্য দিয়ে তিনি ও তার কর্মীরা প্রতিকূল সময় অতিক্রম করেছেন। এ সময় তারা সরকারের নানা নির্যাতনের শিকার হলেও কখনও প্রতিশোধপরায়ণ আচরণ করেননি।

এদিকে অভিযোগের বিষয়ে রোববার (৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে হাফিজ ইব্রাহিম বলেন, “সেলিম নামে একজন ব্যক্তি আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। ওই অভিযোগের খবর পেয়ে আমি বিষয়টি মনোযোগ দিয়ে অনুসরণ করি। পরে জানতে পারি, সেলিম ভোলা-২ নয়, ভোলা-১ আসনের বাসিন্দা। তার সঙ্গে আমার কখনও সাক্ষাৎও হয়নি।”

তিনি আরও জানান, অভিযোগকারী সেলিমের সঙ্গে তার পরিবারের অভ্যন্তরীণ জমি নিয়ে বিরোধ রয়েছে, যা ইতোমধ্যে স্থানীয় থানায় মামলা আকারে বিবেচিত হয়েছে। সেলিমের বিরোধ প্রকৃতপক্ষে তার ভাতিজি জামাইয়ের সঙ্গে, যিনি সম্ভবত তাকে হুমকি দিয়ে থাকতে পারেন।

হাফিজ ইব্রাহিম এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাকে হেয় করতে চাইছে। এদের উদ্দেশ্য হলো ভোলা-২ আসনের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করে তোলা।”

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করছেন, ভোলা-২ আসনে বিএনপি দীর্ঘদিন ধরে সংগঠিত ও জনপ্রিয় একটি শক্তি। সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে এই এলাকার জনগণের মধ্যে ব্যাপক আস্থা রয়েছে। সেই জনপ্রিয়তাকে দুর্বল করতেই ষড়যন্ত্রমূলকভাবে ভোলা-১ আসনের এক ব্যক্তিকে ব্যবহার করে বিভ্রান্তিমূলক অভিযোগ উপস্থাপন করা হয়েছে।

তারা এ ঘটনার পেছনে “পতিত সরকারের পলাতক ও একটি চক্রান্তকারী মহলকে” দায়ী করেছেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়।

এই ঘটনা শুধু একজন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, বরং একটি গোটা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এমনটাই মনে করছে ভোলা-২ এর বিএনপি। নেতাকর্মীরা বলছেন, তারা এই ধরনের ষড়যন্ত্রে ভীত নন। বরং সত্য উদঘাটন ও ষড়যন্ত্রকারীর বিচার নিশ্চিত করতে তারা সংগঠিতভাবে আইনি ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির দাবি অনুযায়ী, এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা আছে তা অনুসন্ধানে এখন দরকার একটি নিরপেক্ষ ও কার্যকর তদন্ত। তা না হলে রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা জলে মাছ শিকারের এই প্রবণতা শুধু ভোলাতেই নয়, সারাদেশেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরে প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস অনুসন্ধান কূপ 'জামালপুর-১'-এ বাণিজ্যিকভাবে উৎপাদনযোগ্য গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড... বিস্তারিত