নিসানের বড় সিদ্ধান্ত:১০ হাজার কর্মী ছাঁটাই

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ০৯:১৯:৪৫
নিসানের বড় সিদ্ধান্ত:১০ হাজার কর্মী ছাঁটাই

সত্য নিউজ: জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান বিশ্বজুড়ে আরও ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পূর্বঘোষিত পরিকল্পনা মিলিয়ে মোট ছাঁটাইয়ের সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ২০ হাজারে, যা কোম্পানিটির মোট কর্মীবাহিনীর প্রায় ১৫ শতাংশ। সোমবার জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।

নিসান বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এর আগে সতর্ক করে জানিয়েছিল, ২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে তাদের নিট লোকসান দাঁড়াতে পারে ৭০০ থেকে ৭৫০ বিলিয়ন ইয়েনে, যা প্রায় ৪.৭৪ থেকে ৫.০৮ বিলিয়ন মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৭০০ কোটি থেকে ৬২ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। কোম্পানিটি মঙ্গলবার তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তবে ছাঁটাই বিষয়ক খবরে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নিসান।

বিশ্লেষকদের মতে, নিসানের এই সংকটের অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে ব্যবসায়িক ধস। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যা নিসানের সবচেয়ে বড় বাজার, সেখানে নতুন হাইব্রিড গাড়ির ঘাটতি এবং পুরোনো গাড়ির লাইনআপ প্রতিষ্ঠানটির অবস্থানকে দুর্বল করে ফেলেছে। অন্যদিকে, চীনে কঠিন প্রতিযোগিতা ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকায় নিসান অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আছে।

এ সংকট উত্তরণে নিসান আগামী বছরগুলোতে প্রায় ১০টি নতুন মডেলের গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। তাদের লক্ষ্য, নতুন উদ্ভাবনী পণ্যের মাধ্যমে বিক্রি বাড়িয়ে এই পতন ঠেকানো।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ পর্যন্ত নিসানে মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৩ হাজার। এর মধ্যে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম দফায় ৯ হাজার কর্মী ছাঁটাই করা হয়। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাটি নিসানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববাজারে প্রতিযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবনের ঘাটতি এবং উচ্চমূল্যের কারণে বিক্রয় হ্রাস—সব মিলিয়ে নিসানের এই সংকট আন্তর্জাতিক গাড়ি শিল্পে এক নতুন বাস্তবতা তুলে ধরছে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ