প্রথমবারেই এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী হকি দল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২২:০৮:৩৭
প্রথমবারেই এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী হকি দল

প্রথমবার অংশ নিয়েই অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী দল। সোমবার (৮ জুলাই) চীনের দাজহুতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মেয়েরা।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে পুল ‘এ’–তে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপের শীর্ষে রয়েছে জাপান, যারা সব ম্যাচে জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান নিশ্চিত করেছে।

টুর্নামেন্টের শুরুটা অবশ্য বাংলাদেশ দলের জন্য সহজ ছিল না। প্রথম ম্যাচেই শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে পরাজিত হয় তারা। তবে পরের ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায়। আজকের জয়ে সেমিফাইনালে ওঠার সমীকরণ পূরণ হয়।

হংকংয়ের বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে গোল না পেলেও তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৪ মিনিটে কণা আক্তারের গোলে এগিয়ে যায় দল। এরপর একই কোয়ার্টারে আইরিন রিয়া ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষদিকে হংকং মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশ রক্ষণভাগ তা সামলে নেয়। শেষ পর্যন্ত ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক সারিকা সাফা গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ