দুর্নীতিমুক্ত নেতৃত্বে জামায়াতই বিকল্প: পিরোজপুরে মাসুদ সাঈদী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২২:০০:৪৫
দুর্নীতিমুক্ত নেতৃত্বে জামায়াতই বিকল্প: পিরোজপুরে মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “যারা ইসলামকে ভয় করে, তারা দুর্নীতিকেও ভয় করে না। দুর্নীতিমুক্ত নিরাপদ সমাজ গঠনে জামায়াত ইসলামী একমাত্র সক্ষম দল।”

সোমবার (৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় মাসুদ সাঈদী বলেন, “আমার পিতা সংসদ সদস্য থাকাকালে কেউ কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আমিও নির্বাচিত হলে তাঁর পথ অনুসরণ করে জনগণের সেবায় কাজ করব। দেশের নেতৃত্বে সৎ ও সাহসী মানুষ দরকার, যারা জনস্বার্থে আপসহীন থাকবে।”

তিনি আরও বলেন, “জামায়াত ইসলামী ইতোমধ্যে ২৯৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। অথচ এসব ঘোষণার পর দেশের কোথাও দলীয় কোন্দল বা সহিংসতার ঘটনা ঘটেনি। যেখানে অন্য দলের কাউন্সিলেই সংঘর্ষ, ভাঙচুর, এমনকি প্রাণহানির ঘটনা ঘটে।”

নির্বাচনের প্রসঙ্গ টেনে মাসুদ সাঈদী বলেন, “যেদিন ভোট হবে, সেই দিন পরিবারসহ সবাইকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই। ভালো নেতা বেছে নিলে দেশ ভালো থাকবে, মন্দ নেতা বেছে নিলে জাতির ভবিষ্যৎও সংকটে পড়বে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার এবং শিবিরের উপজেলা সেক্রেটারি মো. সাকিবুল হাসান।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ