হবিগঞ্জে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৬:৩৩:৩৭
হবিগঞ্জে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান সাকিবকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ কয়েকজনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি সাকিব।”

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেষে সংগঠনের সদস্য সচিব মাহাদী হাসানসহ চারজনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে সাকিবকে প্রধান আসামি করা হয়। সহিংসতা, শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী আচরণের অভিযোগে তাকে এর আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ