নির্বাচনের আগে সংস্কার না হলে গণঅভ্যুত্থানের শঙ্কা: নুরুল হক নুর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৯:৫১:৫০
নির্বাচনের আগে সংস্কার না হলে গণঅভ্যুত্থানের শঙ্কা: নুরুল হক নুর

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ছাড়া তড়িঘড়ি করে ভোট আয়োজন করলে দেশে আবারও গণঅভ্যুত্থান দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (৬ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।”

নুর বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে অস্থিরতা চলছে। ৫০ বছরেও এসব সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এটি জাতীয় নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিটি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও পররাষ্ট্রনীতি পাল্টে যায়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তাই কোন কোন ক্ষেত্রে সর্বদলীয় ঐকমত্য থাকবে, তা এখনই নির্ধারণ করা প্রয়োজন।”

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নুর বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কখনও রাজনীতিতে ফিরে আসতে না পারে—এ বিষয়ে রাজনৈতিক শক্তিগুলোকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। তা না হলে তারা বিদেশি প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে আবারও দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ