রাঙ্গুনিয়ায় ভাঙা সড়ক নিজেরা মেরামত করলেন ছাত্রদল কর্মীরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৮:১৮:৫৪
রাঙ্গুনিয়ায় ভাঙা সড়ক নিজেরা মেরামত করলেন ছাত্রদল কর্মীরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরে অতিবৃষ্টিতে সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংস্কার কাজে এগিয়ে আসে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এতে সাময়িক স্বস্তি ফিরে আসে স্থানীয় জনগণের যাতায়াতে।

রোববার (৬ জুলাই) সকালে ইসলামপুর পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি টু রানীরহাট সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন ছাত্রদল নেতারা।সংস্কারকাজে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য জমির উদ্দিন ইমন, ইসলামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সোহেল, ছাত্রনেতা ইমরুল হাসান, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ গিয়াস, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সহ-সভাপতি সেকান্দরসহ আরও অনেকে।

জানা যায়, অতিবৃষ্টির কারণে সড়কের পাশে মাটি সরে গিয়ে ভাঙন দেখা দেয়। শনিবার রাতে ওই স্থানে একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয় এবং চালক আহত হন। পরদিনই বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করেন।

উপজেলা ছাত্রদলের সদস্য জমির উদ্দিন ইমন বলেন, “যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগ দেখে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশটি মেরামত করেছি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়েছে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ