রহস্য-অ্যাকশনে ভরপুর 'ধুরন্ধর' নিয়ে হাজির রণবীর সিং

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৮:০৪:৩২
রহস্য-অ্যাকশনে ভরপুর 'ধুরন্ধর' নিয়ে হাজির রণবীর সিং

রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ পেল তাঁর নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত পরিচালক আদিত্য ধর। প্রথম ঝলকেই চমক দিয়েছেন রণবীর।

২ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারটিকে প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস একে ‘ভিজ্যুয়াল ঝড়’ হিসেবে আখ্যায়িত করেছে। রহস্য, উত্তেজনা আর অ্যাকশন মিলিয়ে তৈরি হয়েছে এক দুর্দান্ত পরিবেশ। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল।

টিজারে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী শাশ্বতের কম্পোজিশন। গানে কণ্ঠ দিয়েছেন জ্যাসমিন স্যান্ডলাস। আদিত্য ধর এই সিনেমায় শুধু পরিচালকের ভূমিকায় নয়, বরং চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন।

প্রযোজকদের ভাষ্য মতে, ‘ধুরন্ধর’ এমন সব মানুষের গল্প বলবে, যাঁদের নাম ইতিহাসে নেই, যাঁদের সাহসিকতা রয়ে গেছে আড়ালে। পরিচালক আদিত্য ধরের আগের কাজ ‘উরি’-র মতো এই ছবিটিও দেশপ্রেম ও আত্মত্যাগের আখ্যান তুলে ধরবে।

রণবীর সিং ২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫), ‘পদ্মাবত’ (২০১৮) এবং ‘গালি বয়’ (২০১৯) তাঁকে এনে দেয় সেরা অভিনেতার স্বীকৃতি। তাঁর অভিনীত সর্বশেষ হিট ছবি ছিল করণ জোহরের ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’।

তবে ‘ধুরন্ধর’ সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ