মেট্রো ইন দিনো: শহুরে সম্পর্কের আয়নায় আনুরাগ বসুর নতুন গল্প

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৫:২৩:৫৩
মেট্রো ইন দিনো: শহুরে সম্পর্কের আয়নায় আনুরাগ বসুর নতুন গল্প

বলিউডের খ্যাতনামা পরিচালক আনুরাগ বসু পরিচালিত নতুন চলচ্চিত্র মেট্রো ইন দিনো মুক্তি পেয়েছে ৪ জুলাই। ২০০৭ সালের প্রশংসিত চলচ্চিত্র লাইফ ইন আ মেট্রো-এর অনানুষ্ঠানিক সিক্যুয়েল হিসেবে তৈরি এই চলচ্চিত্রটি একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রীর অনবদ্য অভিনয়ে উঠে এসেছে শহরজীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা ও আধুনিক মানুষের একাকীত্বের গল্প।

ছবিটির মূল ভূমিকায় আছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেন শর্মা, নীনা গুপ্তা, আলি ফজল এবং অনুপম খের। অভিনয়গুণে সমৃদ্ধ এই তারকাবহুল সিনেমা জীবনের বাস্তবতা ও আবেগকে তুলে ধরেছে এক নতুন আলোয়।

দর্শকদের চমকে দিলেন শিল্পীরা

মুক্তির পরদিনই অর্থাৎ ৫ জুলাই, মুম্বাইয়ের একটি পিভিআর সিনেমা হলে দর্শকদের চমকে দিতে হাজির হন পরিচালক আনুরাগ বসু এবং তারকা সদস্যরা—সারা আলি খান, ফাতিমা সানা শেখ ও পঙ্কজ ত্রিপাঠি। সিনেমা শেষে যখন প্রেক্ষাগৃহের আলো জ্বলে ওঠে, তখন প্রথম সারিতে বসা এই তারকাদের দেখে দর্শকরা বিস্ময়ে অভিভূত হয়ে যান।

শুরু হয় উল্লাস, ছবি তোলা এবং সরাসরি তারকাদের সঙ্গে মতবিনিময়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সারা আলি খান দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন, "ক্যসি লাগি পিকচার?"—এর উত্তরে প্রেক্ষাগৃহজুড়ে ছড়িয়ে পড়ে করতালি আর প্রশংসার স্রোত।

বক্স অফিসে শ্লথ সূচনা

তবে তারকাখচিত এবং আলোচনাসৃষ্ট এই সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। মুক্তির প্রথম দিনে মেট্রো ইন দিনো আয় করে মাত্র ₹৩.৫ কোটি। শনিবারে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ₹৬ কোটিতে। সবমিলিয়ে দুই দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ₹৯.৫ কোটি।

নগরবাসীর অনুভূতি, আধুনিক সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের টুকরো টুকরো কাহিনিকে ঘিরে আবর্তিত এ সিনেমাটি নিয়ে যারা ইতোমধ্যেই দেখেছেন, তাদের অভিমত—এটি ধীরগতির হলেও আবেগে ভরপুর একটি চিন্তাশীল সৃষ্টি।

ওটিটিতে আসছে শিগগিরই

থিয়েট্রিক্যাল রানের ৮ সপ্তাহ পরে সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে। এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, যারা বড় পর্দায় মিস করেছেন, তারা এখন ডিজিটাল মাধ্যমে ছবিটি উপভোগ করতে পারবেন।

আনুরাগ বসুর এই নতুন সৃষ্টি মেট্রো ইন দিনো একাধারে বর্তমান সময়ের মনের গভীরতা, সম্পর্কের সূক্ষ্ম রূপান্তর এবং শহুরে জীবনের কোলাহলে হারিয়ে যাওয়া আবেগের প্রতিচ্ছবি।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ