পটুয়াখালী বিএনপির কাউন্সিলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে তৃণমূলের ক্ষোভ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৪:৫৬:১০
পটুয়াখালী বিএনপির কাউন্সিলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে তৃণমূলের ক্ষোভ

গত ২ জুলাই পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা ও শ্রমিক লীগের এক নেতাকে ডেলিগেট হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়। এ ঘটনার মাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তৃণমূল বিএনপি নেতারা সোশ্যাল মিডিয়ায় তাদের হতাশা প্রকাশ করে কেন্দ্রীয় নেতাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর হোসেন মানিক নামে ওই ব্যক্তি আগেও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার দায়িত্বে ছিলেন এবং ২০১৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। কাউন্সিল শুরুর আগের রাতে তিনি অনুষ্ঠান সাজসজ্জায় সরাসরি যুক্ত ছিলেন।

অপরদিকে শ্রমিক লীগের খলিল শরীফ নামের এক নেতা ডেলিগেট কার্ড নিয়ে উপস্থিত ছিলেন এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সেলফিও তুলেছিলেন। তৃণমূল নেতাকর্মীরা দাবি করেছেন, দলীয় ত্যাগী অনেক নেতাকর্মী ডেলিগেট কার্ড থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু অনুপ্রবেশকারীদের কার্ড দেয়া হয়েছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রাসঙ্গিকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন, ‘১৫ থেকে ২০ হাজার মানুষ অংশ নেওয়া এ অনুষ্ঠানে সবাইকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। তবে এই অনাকাঙ্খিত ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।’

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ