সীমান্তে রহস্যজনক মৃত্যু: ইব্রাহীমের লাশ ফেরাল বিএসএফ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১২:০৮:৫৫
সীমান্তে রহস্যজনক মৃত্যু: ইব্রাহীমের লাশ ফেরাল বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক মো. ইব্রাহীমের (৩৫) লাশ তিনদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে পোরশার ২৩২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন কাতলামারী এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশি কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান, স্থানীয় পুলিশ কর্মকর্তারা, বিএসএফ প্রতিনিধি এবং নিহত ইব্রাহীমের স্বজনরা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইব্রাহীম নওগাঁ জেলার সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা এবং মৃত সৈয়দ আলীর পুত্র। তিনি গত বুধবার (২ জুলাই) রাতে জেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে। পরদিন (বৃহস্পতিবার) সকালে স্থানীয় ভারতীয় গ্রামবাসীরা ২২৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। কিছুক্ষণ পর বিএসএফ ঘটনাস্থলে এসে লাশটি নিয়ে যায়।

লাশ উদ্ধারের পর ১৬ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে বিএসএফের একাধিকবার যোগাযোগ হয়, তবে শুরুতে বিএসএফ ওই লাশ নিজেদের হেফাজতে নেওয়ার কথা অস্বীকার করে। পরে বিজিবির চাপ ও প্রমাণ উপস্থাপনের পর তারা বিষয়টি স্বীকার করে নেয়। তিনদিন পর আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তারা লাশ ফেরত দেয়।

নিহতের পরিবারের দাবি, ইব্রাহীম ব্যক্তি পর্যায়ে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন, তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন তা পরিষ্কার নয়। ভারতীয় বাহিনী কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, সীমান্তে এমন গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, অনুপ্রবেশ কিংবা সীমান্ত লঙ্ঘনের অভিযোগ থাকলেও গুলি করে হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তারা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায়ই বাংলাদেশিদের গুলি করে হত্যা করে এবং এরপর যথাযথ তথ্য গোপন রাখে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে সীমান্তে অমানবিক হত্যাকাণ্ড প্রতিরোধে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিহত ইব্রাহীমের লাশ ফেরত পাওয়ার পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার দ্রুত হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে সীমান্তে এমন মৃত্যুর পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা চেয়েছে।

এ ঘটনা আবারও সীমান্তে সাধারণ জনগণের নিরাপত্তা, আইন প্রয়োগের সীমা এবং দুই দেশের বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ